ঢাকাবুধবার , ১৫ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

১০০ জনের স্বাগতমপত্রে শেষ হল ডিংডং সেরা নাচিয়ের বাছাই পর্ব

admin
মার্চ ১৫, ২০১৭ ১১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : রাজধানী-১৮ আসনের ৪৮৮ টি স্কুলের প্রায় পাঁচ-হাজার প্রতিযোগীর মধ্য থেকে সেরা ১০০ জন নৃত্য শিল্পী বাছাই এর মধ্য দিয়ে শেষ হয়েছে কাব্য বিলাস আয়োজিত ডিংডং সেরা নাচিয়ের বাছাই পর্ব। বুধবার বসুন্ধরা এলাকার কাঁলাচাঁদপুর হাই স্কুলের বাছাই পর্বের মধ্যে দিয়ে বাছাই পর্বের ইতি টানা হয়েছে। দু মাসের এই বাছাই পর্বে রাজধানী-১৮ আসনের ৪৮৮ টি স্কুল অংশগ্রহণ করে। বিচারকদের বিচার বিবেচনার মধ্য দিয়ে সব স্কুল থেকে সেরা একশত জন প্রতিযোগীকে স্বাগতমপত্র প্রদান করা হয়। আগামী ২০ মার্চ থেকে রাজধানীর আশকোনায় বঙ্গমাতা ফজিতুল নেছা উচ্চ বিদ্যালয়ে শুরু হবে দ্বিতীয় পর্ব। একশত জন প্রতিযোগীর মধ্য থেকে চল্লিশ জন প্রতিযোগীকে সেমিফাইনালের সুযোগ দেওয়া হবে। ডিংডং সেরা নাচিয়ে প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় আছে এটি হক লি :। এদিকে প্রতিযোগিতার প্রথম পর্ব নিয়ে কাব্য বিলাস এর সাধারণ সম্পাদক ডা : কামরুজ্জামন জানান, দুই মাস কষ্টে পরে প্রথম পর্ব শেষ করতে পেরে খুব ভাল লাগছে। অনেক প্রতিভাবান নৃত্য শিল্পীর খোঁজ আমরা পেয়েছি। আশা রাখি ফাইনালের মধ্য দিয়ে আমরা প্রতিভাবান নৃত্য শিল্পী খুঁজে বের করতে পারব। সুস্থ্যধারার দেশীয় সাংস্কৃতিক চর্চা ও লালনের উদ্দেশ্যে কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর পক্ষে আমরা এই নৃত্য প্রতিযোগিতার আয়োজন করেছি। বাছাই পর্বে রাজধানীর-১৮ আসনকে আটটি অঞ্চলে বিভক্ত করে আমরা বাছাই পর্ব সম্পূর্ণ করেছি।

স/ এষ্