ঢাকাসোমবার , ১৬ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জৈষ্ঠ্যের শুরুতে বাজারে এসেছে রসে ভরা তালের শাঁস

চমক নিউজ, বেনাপোল অফিস
মে ১৬, ২০২২ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

জৈষ্ঠ্যের শুরুতে বাজারে এসেছে রসে ভরা তালের শাঁস

মো. রাসেল ইসলাম: শুরু হয়েছে মধু মাস জৈষ্ঠ্য। আর তাই আম, জাম, লিচু, কাঁঠালের মতো রসালো ফলের সাথে বাজারে উঠেছে তালের শাঁস।

শার্শার বিভিন্ন হাট বাজার অলিগলি ও প্রধান সড়কের পাশে বিক্রি করতে দেখা যাচ্ছে রসে ভরা তালের শাঁস। একটি আস্ত তাল ১২ থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি পিস তালের শাস বিক্রি হচ্ছে ৪ টাকা। দাম বেশি হলেও ক্রেতারা কিনছেন বলে জানান শাঁস বিক্রেতারা। তালের শাঁস বিক্রি করতে আসা আলমগীর হোসেনের সাথে কথা বলে জানা যায়, জৈষ্ঠ্যমাস পড়লে আজই প্রথম তালের শাস বিক্রি শুরু করেছি।

প্রতিটি তালের দাম ১২ থেকে ১৫ টাকায় বিক্রি করছি। খুচরা হিসাবে প্রতি পিস তালের শাস ৪ টাকা। প্রথম দিনেই বিক্রি ভাল হয়েছে। তিনি আরো বলেন, অন্য ফল বিক্রির চেয়ে তালের শাঁসে লাভ বেশি। কিছু দিনের মধ্যে বেচাবিক্রি আরো বাড়বে। জৈষ্ঠ্য মাসে তালের শাসঁ খাওয়ার উপযোগী হয়।

জৈষ্ঠ্য মাসের শুরুতেই গাছ থেকে তাল পেড়ে বাজারে বিক্রির ধুম পড়ে যায়। ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন তালের শাস কিনতে। শুরুতে দাম একটু চড়া থাকলেও ধীরে ধীরে এই কমে আসে। যশোরের শার্শায় তাল গাছ কম থাকলেও চাহিদার তুলনায় অপ্রতুল বলে অধিকাংশ তাল আসে বিভিন্ন এলাকা থেকে।

ব্যবসায়ীরা তাল সংগ্রহ করে নিয়ে এসে বিক্রি করেন বাজারগুলোতে। তালের শাস অতি সু স্বাদু হওয়ায় সকল শ্রেণীর মানুষের মাঝে তালের শাস একটি জনপ্রিয় ফল। মৌসুমে উপজেলার বিভিন্ন হাট-বাজার ও বাসস্ট্যান্ডগুলোতে এবং অলিতে গলিতে তালের শাস বিক্রি করে অনেক দরিদ্র মানুষই জীবিকা নির্বাহ করে থাকেন।

স/এষ্