ঢাকাসোমবার , ১ মে ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কাঠালিয়া উপজেলার টি.এন.ও এর বিরুদ্ধে তিনজনকে জিম্মি করে ঘুষ আদায়ের অভিযোগ

চমক নিউজ বার্তা কক্ষ
মে ১, ২০২৩ ২:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

কাঠালিয়া উপজেলার টি.এন.ও এর বিরুদ্ধে তিনজনকে জিম্মি করে ঘুষ আদায়ের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি ।। বাল্যবিবাহ বন্ধের নামে তিন ব্যাক্তিকে জিম্মি করে নগদ সত্তর হাজার (৭০,০০০) টাকা ঘুষ আদায়ের অভিযোগ পাওয়া গেছে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে।

বাল্যবিবাহ বন্ধের নামে তিন ব্যাক্তিকে জিম্মি করে নগদ সত্তর হাজার (৭০,০০০) টাকা ঘুষ আদায়ের অভিযোগ পাওয়া গেছে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে।

অভিযোগসূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল মঙ্গলবার উপজেলার মরিচবুনিয়া গ্রামের হুমায়েন হাওলাদারের ১৬ বছরের কন্যাকে বিবাহের জন্য পারিবারিকভাবে দেখতে আসে পাবনা থেকে বরপক্ষ। তবে মেয়ের বয়স কম হওয়ায় মেয়ে পক্ষ বর পক্ষের কাছে সময় চায় এবং এই মুহূর্তে বিয়ে দিতে অপরগতা প্রকাশ করে।

এদিকে খবর পেয়ে, কন্যার বাড়িতে অভিযানে যায় ইউএনও মিজানুর রহমান। এসময় ঘটানাস্থালে থাকা বৃদ্ধ,নারীসহ কয়েকজনকে হামলা করে নির্বাহী কর্মকর্তার নিরাপত্তা প্রহরীরা। বিষয়টি স্থানীয়দের অবগত করতে চাইলে তানিয়া বেগম নামে এক মহিলার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে।

বাল্য বিবাহের আলামত না পাওয়া সত্ত্বেও ইউএনও ঘটনাস্থল থেকে হুমায়েন হাওলাদারা (৪৫), সৌদি প্রবাসী মামুন হাওলাদার (৩০) ও দুলাল হাওলাদার (৪৮) কে আটক করে উপজেলা নির্বাহী অফিসে নিয়ে আসা হয়।

ভুক্তভোগী হুমায়েন হাওলাদার জানান, বিয়ের বিষয়ে কোন সামাজিকতা ছিল না। তবে পাবনা থেকে আগত অতিথিরা পারিবারিক ভাবে মেয়েকে দেখেছিল। ইউএনওর সাথে বহিরাগত গেঞ্জী পরা তিন জন ও প্যান্ট গেঞ্জী পরা আরো কয়েক জন তাদের বাড়িতে হামলা চালায়। ইউএনওর সামনেই বাড়ির মুরব্বী, নারী ও পুরুষের উপর বর্বরোচিত হামলা চালানো হয়।

এদিকে ২৫ এপ্রিল (মঙ্গলবার) দিবাগত রাতে আটক করা ওই তিনজনকে পরদিন ২৬ এপ্রিল (বুধবার) বিকাল ৫ টা পর্যন্ত থানায় সোপর্দা না করে ইউএনও অফিসে আটকে রাখা হয়। আটককৃত প্রবাসী মামুন হাওলাদার পরদিন সৌদি আরবে যাবার বিমান টিকিট ও ভিসা দেখার পরও তাকে ছেড়ে দিতে অপরাগতা প্রকাশ করেন ইউএনও মিজানুর রহমান। ফলে ওই রেমিটেন্স যোদ্ধার বিপাকে পড়তে হয়েছে।

অপরদিকে, তিনজনকে আটক করে আনার পর থেকেই ইউএনওর পক্ষ থেকে আটককৃতদের পরিবারের সঙ্গে কয়েক দফায় যোগাযোগ করেন ইউএনও অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তা নাঈম।

আটককৃত পরিবারের কাছে এক লক্ষ ৫০ হাজার টাকা দাবি করেন ঐ নাঈম। মামুন হাওলাদারের পরদিন সৌদির যাবার জন্য প্লেনের টিকিট করে রাখায় উপায় না থাকায় সত্তর হাজার টাকা দেওয়ার কথা স্বীকার করে আটককৃতরা। পরে নাঈমের কাছে সত্তর হাজার টাকা দিলে আটককৃত তিনজনের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে ইউএনও মোঃ মিজানুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সারাদেশে বাল্য বিবাহ বন্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মরিচবুনিয়া গ্রামের ঘটনাটিও এই কার্যক্রমের অংশ। ঘটনাস্থান থেকে তিনজনকে আটক করা হলেও পরদিন তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

দেড় লক্ষ টাকা ঘুষ চাওয়া ও সত্তর হাজার টাকা ঘুষ নেবার বিষয়টি তিনি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করে তিনি আরো জানান, আমার সহযোগী নাঈমের বিরুদ্ধে পরিবারটির কাছে অর্থ লেনদেনের কোন প্রমান থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স/এষ্