পথের মত একলা আমি
—মুহাম্মদ আসাদুজ্জামান
ভালোবাসার প্রথম গোলাপটি দিয়েছিলাম তোমাকে
আজও বুঝিনি কেন ফুলটি শুকিয়ে গেল অযত্নে
সেই থেকে আমি ভালোই আছি দুঃখ পায়না হারাতে
মনে পড়ছে আজ অনেক স্মৃতি ভালোবাসতাম তোমাকে
প্রাণপ্রিয় আমার সারাক্ষণ ছিলে হয়তো ভাবোনি আমাকে
চৈএের খরা হ্নদয়ে লেগেছে কাঁদছে মনটা চুপিসারে
দুঃখে ভরা মনটা আমার সুখ খুঁজছি তোমার দুয়ারে
দিন যাই যত একলা ততই আমি কার বলো কে আমার
পৃথিবীতে কত রংয়ের মেলা শুধু শূন্যতা ডাকছে আমায়
ভালোবাসা দিও অদৃশ্য থেকে আর মমতা দিও কল্পনায়
এখনও পথ চেয়ে তোমার পথেই মন হারাতে চায় বারবার
স/এষ্