ঢাকামঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

১৮ নং কুশাখালী ইউপি চেয়ারম্যানের ঘুষ,দুর্নীতি, লুটপাট ও সেচ্চাচারিতা চরমে

admin
ফেব্রুয়ারি ২৩, ২০২১ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

১৮ নং কুশাখালী ইউপি চেয়ারম্যানের ঘুষ,দুর্নীতি, লুটপাট ও সেচ্চাচারিতা চরমে

এ.কে আজাদ(জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের ১৮ নং কুশাখালী ইউপি চেয়ারম্যান নুরুল আমিনের বিরুদ্ধে ঘুষ,দুর্নীতি, লুটপাট ও সেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। ব্যাপক অনুসন্ধানে জানা যায়,নুরুল আমিন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে অদ্যবধি পর্যন্ত তার হীন মনমানসিকতা প্রয়োগ করে পরিষদের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করার পাসাপাসি গরীব ওঅসহায় মানুষকে জিম্মি করে শালিস বানিজ্যের মধ্য দিয়ে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা।

কোন মানুষ বিচারের আশায় চেয়ারম্যানের নিকট আসলে তিনি সমাধান দেওয়ার কথা বলে শুরুতেই হাতিয়ে নেয় তার চাহিদা মতো টাকা।ঘটনা সত্য বা মিথ্যা সেটা দেখার বিষয় নয়,যিনি ঘুষখোর এই চেয়ারম্যানের চাহিদা মেটাতে পারবেন,তিনিই বিচারে জয়ী হবেন এমনটাই জানিয়েছেন অত্র ইউনিয়নের ভুক্তভোগীরা।

এদিকে চেয়ারম্যানের ব্যাপক দুর্নীতি নিয়ে কুশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃমোশারেফ হোসেন লক্ষ্মীপুরের সিনিয়র স্পেশাল জজ আদালতে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরনি সুত্রে জানা যায়,ঝাউডগী ডাক্তার বাজারের দক্ষিণ পাসে রাস্তায় জনস্বার্থে ড্রেন কালভার্ট নির্মান বাবদ ৫০,০০০ টাকা আত্মসাৎ, কুশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাসের সীমানা প্রাচীর নির্মানে ২,৮৬,৫৬৩ টাকা আত্মসাৎ, কুশাখালী এ্যানি চৌধুরী উচ্চ বিদ্যালয় এবং পুকুরদিয়া উচ্চ বিদ্যালয়ের গরীব ও মেধাবী ৬০ জন ছাত্র ছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ বিতরন অর্থাৎ ড্রেস,স্কুল ব্যাগ বিতরনে ২,২২,০৭২ টাকা আত্মসাৎ, রন্জুর রাস্তার রহিমের বাড়ীর উত্তর দিক হইতে পুর্ব বাড়ী হইয়া পুর্বদিকে সুলতান মেম্বার বাড়ী পর্যন্ত সেচ ড্রেন নির্মান বাবদ ৩,০০০০০ টাকা আত্মসাৎ, কুশাখালী এ্যানি চৌধুরী উচ্চ বিদ্যালয়ে জোড়া বেন্স সরবরাহের নামে ১০০০০০ টাকা আত্মসাৎ, উত্তর ছিলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তর পাসের রাস্তায় জনস্বার্থে ড্রেন -কালভার্ট স্হাপন বাবদ ৫০,০০০টাকা আত্মসাৎ, পুর্ব কল্যানপুর হারাধন ডাক্তার বাড়ীর পুর্ব পাসের রাস্তায় জনস্বার্থে ড্রেন -কালভার্ট স্হাপন বাবদ ৫০,০০০ টাকা আত্মসাৎ, কাঠালী ছিলাদী রাস্তায় রশিদের বাড়ীর পুর্ব পাসে রাস্তায় জনস্বার্থে ড্রেন -কালভার্ট নির্মান বাবদ ৫০,০০০ টাকা আত্মসাৎ, কাঠালী শাহাজানের বাড়ীর উত্তরে রাস্তার জনস্বার্থে ড্রেন -কালভার্ট নির্মান বাবদ ৫০,০০০ টাকা আত্মসাৎ, কল্যানপুর আলী হায়দার মেম্বার বাড়ীর পাসের রাস্তার জনস্বার্থে ড্রেন -কালভার্ট নির্মান স্হাপন বাবদ ৫০,০০০টাকা আত্মসাৎ, পুকুরদিয়া রাস্তায় আব্দুর রহিমের বাড়ীর পাসের রাস্তার জনস্বার্থে ড্রেন -কসলভার্ট স্হাপন বাবদ ৫০,০০০ টাকা আত্মসাৎ, দক্ষিণ ছিলাদী আবুল কাসেমের বাড়ীর দক্ষিণ পাসের রাস্তার জনস্বার্থে ড্রেন -কালভার্ট স্হাপন বাবদ ৫০,০০০টাকা আত্মসাৎ, কুশাখালী কমিউনিটি হাসপাতাল ডেলিভারি রুমের ও অন্যান্ন রুমের অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য ডাম্পিং ট্যাংক স্হাপন বাবদ ১,৫০,০০০ টাকা আত্মসাৎ, শান্তিরহাট হতে লোকার দোকান পাকা সড়কের আলী হোসেন বেপারীর দোকানের পুর্ব পাসে পুকুরদিয়া মদনা সড়কে বক্স কালভার্ট নির্মান বাবদ ৫,০০০০০ টাকা আত্মসাৎ করার পাসাপাসি আরো অনেক প্রকল্পের বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করার নিমিত্তে ইউনিয়নবাসীর উন্নয়ন ও অগ্রগতির পক্ষে এ মামলাটি দায়ের করেছেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।

মামলার অগ্রগতি নিয়ে প্রশ্ন তুললে সচেতন মহল জানান,চেয়ারম্যানের ক্ষমতা ও অর্থের কাছে হার মানে আইন।

ইউনিয়নবাসী অতি আক্ষেপ করে বলেন,আমাদের ইউনিয়নে চেয়ারম্যান আছে বলে আমাদের মনে হয়না, কারন ইউনিয়নের কোথাও উন্নয়নের নেই অগ্রগতি, বিচারের নামে চলে ঘুষ বানিজ্য,বয়স্ক ভাতা-বিধবা ভাতা-প্রতিবন্ধি ভাতা সহ যেসকল সুযোগ সুবিধা সরকার দিচ্ছে, ওইসকল সুযোগ সুবিধার কোনটাই হয়না টাকা ছাড়া এই পরিষদে।

কেউ কেউ বলেন,গুরুত্বপূর্ণ কাজে চেয়ারম্যান কে আমরা পাইনা।তার মুঠোফোনে ফোন দিয়ে কথা বলা যায়না।

বেশিরভাগ ক্ষেত্রেই ফোন রিসিভ হয়না।সচেতন এলাকাবাসী জানান,ইউনিয়নের কোথাও যদি মারামারি,হত্যা ও আত্মহত্যার মতো ঘটনা ঘটে, সাথে সাথে চেয়ারম্যানকে কেউ পায়না।

অধিকাংশ সময় পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান এসে সামাল দেন এবং শোক সম্ভ্রান্ত পরিবারকে শান্তনা দেন।এসব বিষয়ে জানতে চেয়ে চেয়ারম্যানের মুঠোফোনে ফোন দিয়ে তাকে পাওয়া যায়নি।

স/এষ্