ঢাকারবিবার , ২৫ নভেম্বর ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

প্রবাসী পরিবারকে সরকারী রাস্তার চলাচলে বাধা

admin
নভেম্বর ২৫, ২০১৮ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণখানে অন্যরকম চাঁদাবাজি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখান থানার তালতালা নদ্দাপাড়া এলাকার সন্ত্রাসী চাঁদাবাজরা একজন প্রবাসীর জীবন বিপন্ন করে তুলেছে। এবার তারা চাঁদাবাজির ধরণ পাল্টিয়ে কুট কৌশলের আশ্রয় নিয়েছে। প্রবাসী জীবনের বহু কষ্টের টাকায় এ প্রবাসী দেলোয়ার দক্ষিণখান মৌজার ২৬৭৫৩ নং দাগের (মহানগর জরীপ) ৫.৪৫ কাঠা জমি খরিদ করেন। এ জমি সংলগ্ন ২৬৭৪৯ নং দাগের সরকারী রাস্তা নির্ধারিত।

গত কয়েকদিন যাবৎ হটাৎ এ রাস্তা দিয়ে দেলোয়ার পরিবারের চলাচলে বাধা হয়ে দাড়িয়েছে স্থানীয় বখাটে মতিউর, মান্নান, শাহিন, মমিন, লুৎফর, আরজু ও হারুন সহ কয়েকজন। তারা মোটা অংকের চাঁদার দাবীতে ঐ সরকারি রাস্তায় চলাচলে দেলোয়ার পরিবারের ওপর নিষেধাজ্ঞা জারী করেছে। এমনকি দেলোয়ার এর কালো গেইট বন্ধ করে দিয়েছে। এর ফলে উক্ত এলাকায় ভয়াবহ অরাজকতা বিরাজ করছে। বাড়ীর সামনে তারা ময়লা ফেলছে। এ ব্যাপারে উক্ত প্রবাসীর স্ত্রী বাঁচার জন্য ১০ ব্যক্তির বিরুদ্ধে দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়রী নং-৫৯২ তাং-১০/১১/২০১৮ দায়ের করেছেন। জানা যায় এ সন্ত্রাসী দুবৃর্ত্তদের উৎসহ দিচ্ছেন একজন কর্মকর্তা। জনগণের চলাচলের জন্য নির্ধারিত সরকারি রাস্তা যে বন্ধ করা যায় না, এটা ঐ কর্মকর্তার চিন্তায় নেই। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রীকেও অবহিত করা হয়েছে। প্রবাসীর স্ত্রীর এক আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ এ ব্যাপারে অনুসন্ধান শুরু করেছে। অবিলম্বে ব্যবস্থা নেয়া হবে বলে এ মানবাধিকার সংস্থার সেক্রেটারী জেনারেল বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট মোঃ আনোয়ার হোসেন জানান।

স/এষ্