ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সীমান্তে ২৭ লক্ষাধিক টাকার স্বর্ণ কাতান শাড়ি জব্দ করেছে বিজিবি

চমক নিউজ বার্তা কক্ষ
ডিসেম্বর ১১, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

সীমান্তে ২৭ লক্ষাধিক টাকার স্বর্ণ কাতান শাড়ি জব্দ করেছে বিজিবি

লাভলু শেখ, সিনিয়র প্রতিবেদক লালমনিরহাট।। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) আওতাধীন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

এরআগে বৃহস্পতিবার গভীর রাতে ওই জেলার ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার বিওপি’র একটি বিশেষ টহল অভিযান চালিয়ে মোট ২৭২টি ভারতীয় ওই স্বর্ণ কাতান শাড়ি জব্দ করে। জব্দকৃত শাড়িগুলো মূল্য ২৭ লাখ ২০ হাজার টাকা।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার পূর্ব ভোটহাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহজনক চোরাকারবারীরা মালামাল ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে ওই মালামাল যব্দ করে নিয়ে আসে বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার, লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, জানান, আন্তঃসীমান্ত চোরাচালানকে শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য বিজিবি সর্বদা তৎপর। চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।