টঙ্গীতে সৃজনশীল সংগঠন শুচি পাঠচক্র ও পাঠাগারের লোগো আত্মপ্রকাশ অনুষ্ঠান
আহমাদুল্লাহ।। শুচি পাঠচক্র ও পাঠাগার আজ আলোয় ভরা ক্ষণ, লোগো যেন দীপশিখা জ্বালে নতুন স্বপনের মন।
জ্ঞান অভিযানের পথে এ এক পবিত্র সূচনা, পাঠাগারের প্রতিটি পাতা ডাকে আলোর প্রার্থনা। শব্দের জগৎ হোক আরও নির্মল, আরও সত্য সুন্দর, এই লোগো হোক আমাদের পথচলার অটল ধ্রুবতারা নিরন্তর। জ্ঞানচর্চাই হোক আমাদের নিত্যদিনের প্রত্যয় এতেই গড়ে উঠুক আলোকিত আগামী দিনের মহাকাব্য।
গাজীপুরের টঙ্গীতে গতকাল ৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬টায় চেরাগ আলী মার্কেট এলাকায় পাঠাগারের শুচি পাঠচক্র ও পাঠাগারের লোগো আত্মপ্রকাশ অনুষ্ঠান অনিুষ্ঠত হয়েছে ।
শুচি পাঠচক্রের প্রতিষ্ঠাতা শাহজাহান শোভনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহমদ, টঙ্গী থানা প্রেসক্লাবের আহবায়ক হাজী এস এম মনির উদ্দিন, সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলি, কাদেরিয়া টেক্সটাইল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জিয়ারুল হক, টঙ্গী সরকারী কলেজের সাংস্কৃতিক শিক্ষক আজিজ টিপু, সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাজীপুর মহানগরের সভাপতি মনিরুল ইসলাম রাজিব, ভাই ভাই কল্যাণ সমিতির যুগ্ম-সাধারণ রাফিজুল ইসলাম, কবি আতিক শাহরিয়ার, কবি ফয়াদ সরকার, পাঠাগারের সংগঠক শাহীন কাওসার, নজরুল ইসলাম, টুটুল বাঙালী, বাদল রায়, আনিসুর রহমান লিপু, এম এ মালেক প্রমুখ।
শুচি পাঠচক্র ও পাঠাগার টঙ্গীতে ২০০২ সাল থেকে সৃজনশীল পাঠক সমাজ গড়ে তোলার লক্ষে বিষয় ভিক্তিক পাঠচক্র, বই পাঠের প্রতিযোগিতা, শিক্ষা ভ্রমণ, জাতীয় দিবস পালনসহ নানা আয়োজনে মধ্যদিয়ে দেশব্যাপি পরিচিতি লাভ করেছে।
দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহমদ বলেন, শ্রদ্ধেয় অতিথিবৃন্দ ও প্রিয় সাহিত্যবন্ধুগণ, আজকের এই লোগো আত্মপ্রকাশ শুধু একটি চিহ্নের উন্মোচন নয় এটি আমাদের পাঠচর্চার দীর্ঘ সাধনার এক উজ্জ্বল দাগ। দুই দশক ধরে শুচি পাঠচক্র টঙ্গীতে যে আলোর প্রদীপ জ্বালিয়ে রেখেছে, তা আমাদের সমাজকে নীরবে বদলে দিয়েছে।
টঙ্গী থানা প্রেসক্লাবের আহবায়ক হাজী এস এম মনির উদ্দিন বলেন, বই মানুষকে বড় করে, আর পাঠচক্র সেই বড় হওয়ার পথ দেখায়। আমি বিশ্বাস করি এই নতুন লোগো আমাদের সেই আলোর যাত্রাকে আরও সুসংগঠিত, আরও দৃঢ় করবে। আমি শুচি পাঠচক্রের সকল সদস্যকে অভিনন্দন জানাই এবং আশা করি জ্ঞান, পাঠ ও সৃজনশীলতার এই পথচলা আগামী দিনগুলোতে আরও প্রসারিত হবে।
সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলি বলেন, শুচি পাঠচক্র শুধুমাত্র একটি সাংগঠনিক উদ্যোগ নয় এটি টঙ্গীর তরুণসমাজে জ্ঞান, নৈতিকতা ও মানবিকতার বীজ বপন করে চলেছে। পাঠাগারের প্রতিটি বই যেন একেকটি আলোর বর্তিকা যা পাঠকের অন্তরজগৎকে পরিশুদ্ধ করে, মানবিক চিন্তার পথকে প্রশস্ত করে। এই লোগো আত্মপ্রকাশ জ্ঞানযাত্রার এক নতুন দ্বার উন্মোচন করল।