ঢাকামঙ্গলবার , ২৬ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ২৭ আসামী গ্রেপ্তার

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ২৬, ২০২২ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ২৭ আসামী গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে আদালতের পরোয়াভুক্ত ২৭ জন পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আসামীর মধ্যে নারী নির্যাতন, পারিবারিক, বন মামলা, মাদক, দাঙ্গা-হাঙ্গামাসহ নানা অপরাধের দায়ে এসব আসামীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারী পরোয়ানা জারি রয়েছে।

সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানা পুলিশের পৃথক দল এসব পলাতক আসামীকে গ্রেপ্তার করে।

পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় আদালতের পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেপ্তারে চকরিয়া থানা পুলিশের কয়েকটি টিম অভিযান চালায়। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত ওইসব ইউনিয়নে আসামী গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনায় নেতৃত্বে ছিলেন কক্সবাজার সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) তফিকুল আলম ও থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।

এছাড়াও অভিযানে ছিলেন থানার উপ-পরিদর্শক (এস আই) রাজিব চন্দ্র সরকার, এস আই কামরুল ইসলাম, এস আই মেহেদী হাসান, এস আই শরিফুল ইসলাম, এস আই সরোয়ার, এস আই ওমর ফারুক, এস আই সুজাউদ্দৌল্লাহ মামুনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স। থানা পুলিশের কয়েকটি টিম পৃথক ভাবে অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আদালতের পরোয়ানাভুক্ত ২৭ পলাতক পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়।

ধৃত আসামীরা হলেন, উত্তর হারবাং আজিজনগর এলাকার জামাল উদ্দিনের স্ত্রী বুড়ি বেগম, পূর্ব বড়ভেওলা ইউনিয়নের মাপিয়া বাপেরপাড়া এলাকার মৃত সাহাব মিয়ার পুত্র মোঃ আব্দুল হামিদ প্রকাশ পুতিয়া, উত্তর হারবাং মৃত আব্বাস উদ্দিনের পুত্র মোঃ কলিম উল্লাহ, পূর্ব বড় ভেওলা ঈদমনি এলাকার ফজল করিমের পুত্র আব্দুল মান্নান,চকরিয়া পৌরসভার মাষ্টার পাড়া এলাকার মোঃ বাবুলের স্ত্রী পারভীন আক্তার, চকরিয়া পৌরসভার কোচপাড়া এলাকার মোজাফ্ফর আহাম্মদের পুত্র মোঃ আজমির, ডুলাহাজারা রংমহল এলাকার মৃত রাজেন্দ্র দে’র পুত্র সঞ্জিত কুমার দে, একই এলাকার মৃত সাধন ধরের পুত্র রুপন ধর লাতু, চকরিয়া পৌরসভার কসাইপাড়া এলাকার আবদুল মজিদের স্ত্রী রোকেয়া বেগম, কৈয়ারবিল হাশিমার কাটা এলাকার মৃত জয়নাল আবেদীনের পুত্র সাজ্জাদ হোসেন সুজন, ফাঁসিয়াখালী ইউনিয়নের দিগরপানখালী এলাকার মাসুক আহাম্মেদের পুত্র আবদুল হালিম, কৈয়ারবিল দক্ষিণ ঘোনাপাড়া খিলছাদক এলাকার আমির হোসেনের পুত্র নুরুল আবছার, দক্ষিণ বরইতলী ছড়ারকুল এলাকার আলী হোছনের পুত্র মোঃ আইয়ুব, পূর্ব বড় ভেওলা মাপিয়া বাপেরপাড়া এলাকার মৃত সাহাব মিয়া’র পুত্র মোঃ পুতিয়া, কৈয়ারবিল হাশিমার কাটা এলাকার জয়নাল আবেদীনের পুত্র রোকন উদ্দিন, সাহারবিল মাইজঘোনা এলাকার মৃত মোক্তার হোসেনের পুত্র নুরুল আমিন, চকরিয়া পৌরসভা ৮নম্বর ওয়ার্ডের কোচপাড়া এলাকার কালা মিয়া’র পুত্র আনোয়ার হোসেন, ফাঁসিয়াখালী দক্ষিণ ঘুনিয়া এলাকার মৃত মোঃ কালুর পুত্র মোঃ আক্তার, একই এলাকার মোঃ এরফানের পুত্র মোঃ ইলিয়াছ, তার ছেলে মোঃ বেলাল উদ্দিন, কৈয়ারবিল দক্ষিণ ঘোনাপাড়া খিলছাদক এলাকার মোস্তাক আহাম্মদের পুত্র শাহাব উদ্দিন, একই এলাকার মৃত কালু মিয়ার পুত্র জাকের হোসেন, তার স্ত্রী মনোয়ারা বেগম, কৈয়ারবিল ইসলামনগর এলাকার আব্দুল হাকিমের পুত্র লোকমান, একই এলাকার মৃত বদর মিয়ার পুত্র নুর মোহাম্মদ, হারবাং ইউনিয়নের পূর্ব নোনাছড়ি ফকিরজুম এলাকার নুরল ইসলামের পুত্র গিয়াস উদ্দিন, বৃন্দাবনখিল এলাকার মৃত ইসমাইলের পুত্র মোঃ নুরুল কবীর।

ধৃত এসব আসামীদের মঙ্গলবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, থানা পুলিশের কয়েকটি টীম অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ২৭ পলাতক আসামীকে গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃত ওইসব আসামীদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

স/এষ্