হেঁচকি কেন হয়?
চমক ডেস্ক : সাধারণত short-term হেঁচকির পেছনে কোনো বিশেষ কারণ থাকে না এবং প্রায় সময়েই তা এমনিতেই ঠিক হয়ে যায়। তবে চিকিৎসা বিজ্ঞানীরা কিছু কিছু বিষয়কে কারণ হিসেবে মনে করে থাকেন।
যেমন:
অতিরিক্ত ভোজন করা
অধিক মশলাযুক্ত খাবার খাওয়া
কোমল পানীয় (Carbonated beverages) পান করা
মদ্যপানের অভ্যাস
অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা খাবার খাওয়া
হঠাৎ বায়ুর তাপমাত্রা পরিবর্তন হওয়া
অধিক পরিমাণে বায়ু গলাধঃকরণ করা (Aerophagia)
উত্তেজনা বা মানসিক চাপ ইত্যাদি
উল্লেখ্য মহিলাদের তুলনায় পুরুষদের ক্ষেত্রে হেঁচকি হওয়ার অধিক সম্ভাবনা রয়েছে।
স/এষ্