ঢাকাবুধবার , ৩ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় বাসুয়াড়ি ও ধলগ্রাম ইউপির উন্মুক্ত বাজেট ঘোঘনা

admin
মে ৩, ২০১৭ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া (যশ্রো) প্রতিনিধি : বাঘারপাড়ার বাসুয়াড়ি ও ধলগ্রাম ইউনিয়নের বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল বিকালে চাড়াভিটা বাজারে বাসুয়াড়ি ইউনিয়নের ২০১৭-’১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়। ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ সরদার এ বাজেট জনসম্মুখে উপস্থাপন করেন। বাজেটে মোট আয় ৯৯ লক্ষ ৩৪ হাজার ও ৯৮ লক্ষ ২৬ হাজার টাকা ব্যায় দেখানো হয়েছে। উন্মুক্ত বাজেট ঘোষনার সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব শহিদ ইকবাল দ্বীপ, সদস্য মতিয়ার বিশ্বাস, লুৎফর রহমান, জাহিদ সরদার, হামিদ গাজী, রেহেনা খাতুন, আরজিনা বেগম, শরিফা বেগম, শেখ সাদেক প্রমুখ।

গত রবিবার ধলগ্রাম ইউনিয়নের বাজেট ঘোষনা করা হয় পরিষদ মিলনায়তনে। ইউনিয়নের চেয়ারম্যান সুবাস দেব নাথ অভিরাম এ বাজেট ঘোষনা করেন। মোট আয় ১ কোটি ৩২ লক্ষ ৮৮ হাজার ১ শত ৬২ টাকা ও ব্যায় দেখানো হয়েছে ১ কোটি ৩২ লক্ষ ৫৬ হাজার ৯ শত ১২ টাকা। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আব্দুস সালাম, সদস্য আল মামুন পলাশ, বদিউজ্জামান, শওকত হোসেন, জুলেখা বেগমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

স/এষ্