ঢাকাশুক্রবার , ১ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাংলাদেশের ধনী ও গরিব জেলা কোনটি?

admin
নভেম্বর ১, ২০১৯ ১০:১০ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশের ধনী ও গরিব জেলা কোনটি?

অদ্রিকা বিশ্বাস মিষ্টি : দেশের শীর্ষ ধনী ১০ জেলার মধ্যে মুন্সিগঞ্জ ২য় স্থানে রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ খানার আয় ও ব্যয় নির্ধারণ জরিপ ২০১8-তে এই তথ্য পাওয়া গেছে। বাংলাদেশের শীর্ষ ধনী ও গরিব জেলার জেলার তালিকা প্রকাশ, এক নম্বরে কোন জেলা?

সাম্প্রতি এই প্রতিবেদন আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়। সেখানে প্রথমবারের মতো জেলাওয়ারি ধনী-দরিদ্র্য পরিস্থিতি চিত্র তুলে ধরা হয়েছে।

সবচেয়ে ভালো আছেন নারায়ণগঞ্জের মানুষ। এই জেলার প্রতি ১০০ জনে গড়ে ২ দশমিক ৬ জন মানুষ গরিব। বাকিরা সবাই দারিদ্র্যসীমার ওপরে বাস করেন।

কম এমন ১০টি জেলার ৭টিই ঢাকা বিভাগের বাকি ছয়টি জেলার মধ্যে দারিদ্র্যের হার মুন্সীগঞ্জ ৩ দশমিক ১শতাংশ, মাদারীপুর ৩ দশমিক ৭শতাংশ গাজীপুরে ৬দশমিক ৯শতাংশ ফরিদপুরে ৭দশমিক ৭শতাংশ ঢাকায় ১০শতাংশ ও নরসিংদীতে সাড়ে ১০ শতাংশ। সে হিসেবে মুন্সীগঞ্জ রয়েছে ২য় স্থানে।

শীর্ষ ১০ তালিকায় থাকা অন্য তিনটি জেলার মধ্যে দারিদ্র্যের হার ব্রাক্ষনবাড়ীয়া ১০ দশমিক ৩শতাংশ। মৌলভীবাজারে ১১শতাংশ ও সিলেট ১৩ শতাংশ।

স/এষ্