স্বাধীনতা আমার
—- আবু লায়েছ লাবলু
স্বাধীনতা আমার ভালবাসা, আমৃত্যু বাসনা,
স্বাধীনতা আমার অহংকার, পদ্মা, মেঘনা যুমনা।
স্বাধীনতা দিবস আসলে বীর বাঙালীদের খুঁজে পাই,
স্বাদীনতা আমার মা-মাটির, বীর মুক্তিযোদ্ধার লাল রক্তের পতাকা।
স্বাধীন দেশের স্বাধীনতা শুধু দেশপ্রেমের অনুপ্রেরনা,
মুক্তিযুদ্ধের মহান নেতা জাতির পিতা শেখ মুজিবর রহমান।
স্বাধীনতা পেয়েছি, পেয়েছি সুন্দর্যে ঘেরা মুজিবনগর
পেয়েছি স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের মানচিত্র।
ঐতিহাসিক সব ভাস্কর্য মুক্তিযুদ্ধের দামামা স্মরণ করিয়ে দেয়,
হৃদয় পটে ভেসে আসে জাতীয় ৪ নেতার অবদান এই বাংলায়।
সেকি ভোলা যায়, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি,
আমার স্বাধীনতা তোমাকে স্মরণকরি, হৃদয়ের সকল স্পন্দনে,
বীর মুক্তিযেদ্ধা আমার পিতার মাঝে স্বাধীনতা তোমাকে দেখতে পাই।
ভোরের লাল গাড় সূর্যের মত জাতীয় পতাকা দন্ডে দন্ডে উড়ছে পতপত শব্দে,
স্বাধীনতা তুমি জানান দিয়ে চলেছো পঞ্চশ বছরে ইতিহাসের সাক্ষি রেখে।
আমার স্বাধীনতা তুমি উন্নয়নের রুপকার ,দেশ গড়ার হাতিয়ার,
ভালবাসার সেতুবন্ধন তোমার স্বাধ গন্ধ ছড়িয়ে দাও এ্ ভুবনে।
স/এষ্