ঢাকাসোমবার , ৬ অক্টোবর ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সেই বুলবুলই হলেন বিসিবি সভাপতি

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ৬, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

সেই বুলবুলই হলেন বিসিবি সভাপতি

রাহুল রাজ ।। এ যেন অনেকটা সাজানো চিত্রনাট্য মঞ্চস্থ করার মতো। কে কোন চরিত্রে বিজয়ী হবেন তা যেন অনেকটাই পূর্ব নির্ধারিত ছিল। তবু লোক দেখানো নির্বাচনের আয়োজনের কোন কমতি রাখেনি বিসিবি। গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একে একে ভোটাররা তাদের ভোট প্রদান করেন। সন্ধ্যার পর শুরু হয় আরো এক নির্বাচন। কি হবে সভাপতি কে হবে সহ-সভাপতি। জানা ফলাফল তবু আনুষ্ঠানিক ঘোষণা শোনার জন্যই অপেক্ষায় ছিলেন অনেকে।

বিসিবির সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের নাম ঘোষণার পরপরই উল্লাসে মেতে ওঠেন তার পুরো সমর্থকেরা। এ যেন অনেকটা অনেক অনাকাঙ্ক্ষিত ফল হাতে পাওয়ার মত। দিন শেষে বিজয়ের মালার সঙ্গে বিসিবি সভাপতির আসন আবার অলংকৃত করতে যাচ্ছেন দেশের টেস্টে প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। অনেক নাটকীয়তা অনেক অভিযোগ, অনেক মান অভিমান, সবকিছুর অবসান হলো নির্বাচনের মধ্য দিয়ে। অনেকে অভিযোগ করেছেন ৫ই আগস্ট পরবর্তীতে যতগুলো নির্বাচন হয়েছে কোনটাতেই দাগ বা কলঙ্কমুক্ত হতে পারেনি। ব্যতিক্রম ছিল না বিসিবির নির্বাচনও।

ফলাফল ঘোষণার পরে আমিনুল ইসলাম বুলবুল জানান, পূর্ণাঙ্গ দায়িত্ব পাওয়ার পর এবার নিজের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারবেন বলেই মনে হচ্ছে। সরকারি হস্তক্ষেপের অভিযোগ, একযোগে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, পরে আরও চার প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা, আদালতে পাল্টাপাল্টি রিট–বিতর্কের সমুদ্র পাড়ি দিয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের বিতর্কিত নির্বাচন।

রাজধানীর একটি হোটেলের বলরুমে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। তফসিল অনুযায়ী বোর্ড পরিচালক নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশ হয় সন্ধ্যা ছয়টায়। এর পরপরই পরিচালনা পর্ষদের সভায় নির্বাচিত হবেন বিসিবির নতুন সভাপতি ও দুজন সহসভাপতি। সভাপতি ও সহসভাপতি নির্বাচনের ফল ঘোষণা হয় রাত ৯টায়।

বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলামের নতুন করে আবার বোর্ড সভাপতি নির্বাচিত হয়েছেন। অভিযোগ ছিল, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর অ্যাডহক কমিটিতে শেষ মুহূর্তে বদল এনে ক্রীড়া উপদেষ্টার পছন্দের ব্যক্তিদের বিসিবির কাউন্সিলর করা হয়েছে। এ ছাড়া ক্লাব কাউন্সিলরদের ভয়ভীতি দেখানোর অভিযোগও ছিল। এই অভিযোগ এর আগে করেছিলেন ওল্ড ডিওএইচএসের কাউন্সিলর জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও।

পরিচালক পদে জয়ী হলেন যারা : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী, ৩টি ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ২৩ জন পরিচালক। ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগ কোটায় নির্বাচিত হয়েছেন ১০ জন, ক্যাটাগরি-২ বা ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন ১ জন। গতকাল সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এনএসসি কোটা থেকে নির্বাচিত হয়েছেন-
এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।
ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগ কোটা থেকে নির্বাচিত হয়েছেন-
চট্টগ্রাম বিভাগ- আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর।
খুলনা বিভাগ- আব্দুর রাজ্জাক রাজ, জুলফিকার আলি খান।
ঢাকা বিভাগ- নাজমুল আবেদিন ফাহিম, আমিনুল ইসলাম বুলবুল।
বরিশাল বিভাগ- সাখাওয়াত হোসেন।
সিলেট বিভাগ- রাহাত শামস।
রাজশাহী- মোখলেসুর রহমান।
রংপুর- হাসানুজ্জামান।
ক্যাটাগরি-২ অর্থাৎ ঢাকার ক্লাব কোটা থেকে নির্বাচিত হয়েছেন-

ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু , ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।
ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন-খালেদ মাসুদ পাইলট।

কোন ক্যাটাগরিতে কত ভোট পড়ল : সশীরের এবং অনলাইনে উভয় প্রক্রিয়াতেই ভোট দিয়েছেন ভোটাররা। ‘বি’ ক্যাটাগরিতে মোট ৭৬ জন ভোটার। তবে সেখানে ভোট দিয়েছেন মাত্র ৪৩ জন কাউন্সিলর। তাদের মধ্যে ৩৪ জন ই-ভোট দিয়েছেন এবং ৯ জন স্বশরীরে এসে ভোট দিয়েছেন। অর্থাৎ ৩৩ জন ভোট দেননি। ‘সি’ ক্যাটাগরিতে ৪৫ জনের মধ্যে ৪২ জনের ভোট কাস্ট হয়েছে। ৫টি ই-ভোট এবং ৩৭ জন স্বশরীরে ভোট দিয়েছেন। মাত্র একজন ভোট দিতে আসেননি। রাজশাহী বিভাগে ৯টি ভোট থাকলেও সেখানে ভোট পড়েছে ৭টি। এর মধ্যে ৬ জন ই-ব্যালটে এবং একজন স্বশরীরে ভোট দিয়ে গেছেন। রংপুর বিভাগে ৯ ভোটের মধ্যে মাত্র ৫টি ভোট পড়েছে। যেখানে তিনটি ই-ব্যালটে এবং দুইজন স্বশরীরে ভোট দিয়েছেন। গঠনতন্ত্র অনুযায়ী, ৩টি ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ২৩ জন পরিচালক। ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগ কোটায় নির্বাচিত হয়েছেন ১০ জন, ক্যাটাগরি-২ বা ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন ১ জন।

বিসিবি নির্বাচনে ভোট দেওয়ার বিষয়টি সত্যি নয় জানিয়েছেন তামিম : নানা নাটকীয়তা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। তবে ভোটগ্রহণের সময়ই গতকাল গুঞ্জন ওঠে নির্বাচন থেকে নাম প্রত্যাহারের পরেও ভোট দিয়েছেন তামিম ইকবাল।

এমন উড়ো খবরে ক্ষুব্ধ হয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। বিষয়টি পরিষ্কার করতে তাই সামাজিক মাধ্যম ফেসবুকে দিয়েছেন পোস্ট। পোস্টে জানিয়েছেন, বিসিবির নির্বাচনে ভোট দেননি তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুকে তামিম লিখেছেন, ‘অনেক মিডিয়ায় ও নানা মাধ্যমে দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে বিসিবি নির্বাচনে আমি ভোট দিয়েছি। তা মোটেও সত্যি নয়।

আমি ই-ভোট দেওয়ার আবেদন করেছিলাম আগে, কারণ দেশের বাইরে ছিলাম। কিন্তু ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে আমি নির্বাচনে অংশ নিইনি বা ভোট দিইনি।’ এর আগে নির্বাচনে হস্তক্ষেপ করছে এমন অভিযোগ এনে গত ১ অক্টোবর নিজের নাম প্রত্যাহার করে নেন তামিম। তার সঙ্গে সেদিন আরো বেশি কিছু প্রার্থী নাম সরিয়ে নেন। পরে আরো অনেকেই নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।