সাবধান
–জয়নব জোনাকি
চোর মশাই করে চুরি
গালে দিয়ে খিলি পান
সুযোগের হুযুগে
সাধু সাধু গায় গান।
চোরা চোরা ভাব তার
করে চোরা মন দান,
সির দাড়া করে চলে
দেখেনা যে বাম ডান।
ভয়ে কাটে দিনরাত
সাহসীর করে ভান,
সমাজের কাছে তার
যদিও হয় কম মান।
বুদ্ধির ঢেকি তিনি
পায়ের চাপ রেখে যান,
ধরা ঠিকই পড়বেই
সাধু সবাই সাবধান।
স/মা