ঢাকাবৃহস্পতিবার , ২০ জুন ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাসেল ভাইপার থেকে সাবধান

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ২০, ২০২৪ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

রাসেল ভাইপার থেকে সাবধান

মতিউর রহমান হিরা ।। এই সাপের বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বিষাধর। কাউকে ছোবল দিলে এন্টি ভেনম দিলেও বাঁচার সম্ভাবনা ২০%.।।এন্টি ভেনম এটার টা নাই এ দেশে।

আর এই দেশের জলবায়ুতে প্রকিতৃতে এদের কোন অবদান নাই। আরও ভয়ংকর ব্যাপার হল অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারও সামনে পড়লে ছোবল দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাসেল ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে।

অন্য সাপ ১ রকম বিষ ধারন করলেও, রাসেল ভাইপারের বিষ একই সাথে ৫/৬ ধরনের হয়। এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে
এরা সরাসরি বাচ্চা দেয়- ৫০ থেকে ৮০ টি পর্যন্ত বাচ্চা দিতে পারে।

সম্প্রতি, রাজশাহী, নাটোর, পাবনা, মানিকগঞ্জ,মাওয়া,পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব বেড়েছে। তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের উদ্যোগ না নেয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

স/এষ্