মাধবপুরে ডিবির সোর্স পরিচয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে কুদরত
এম এ কাদের, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ডিবি পরিচয়ে মোবাইল চুরির অভিযোগ পাওয়া গেছে। চুরির তথ্য দাতাকে রাতের আধারে হামলা করে আহত করেছে সঙ্গবদ্ধ চোর চক্র।
জানা যায়, মাধবপুর উপজেলার হরিতলা গ্রামের আনোয়ার আলীর ছেলে কথিত পুলিশ ও ডিবির সোর্স কুদরত আলী এলাকায় নীরিহ জনসাধারণকে ডিবি পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ভাবে টাকা আদায় করছে এবং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে ।
এর জন্য ভয়ে এলাকার লোকজন কিছু বলেন না বা প্রতিবাদ করার সাহস পায় না।
সম্প্রতি উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তারপুর গ্রামের জনৈক ফালান মিয়ার বাড়ি থেকে ডিবি পরিচয় দিয়ে ৩টি দামী মোবাইল নিয়া আসে। পরে ঘটনা জানি জানি হয়ে গেলে কুদরত আলীর চাচাতো ভাই খোকন মিয়া জনৈক ব্যাক্তিকে জানায় যে কুদরত ই ডিবির পরিচয়ে মোবাইল চুরি করে।
সঙ্গে সঙ্গে লোকজন কুদরত আলির বাড়ি ঘেরাও করে এবং তাকে বলে মোবাইল গুলো দিয়ে দেওয়ার জন্য। কুদরত তাদের কাছ থেকে দু দিন সময় নিয়ে জানান যে এর ভিতরে সে মোবাইল ফেরত দিবে।
অন্যদিকে খোকন কেন এ তথ্য দিল তাকে মোবাইলে ভয়েস ম্যাজেস সহ ফোনে প্রাণ নাসের হুমকি দিতে থাকে কুদরত। এ ব্যাপারে খোকন মাধবপুর থানা মামলা দায়ের করে।
এতে কুদরত আর ও ক্ষিপ্ত হয়ে গতকাল রাত ৭ই এপ্রিল রাত ৯ টার দিকে মেটাডর কোম্পানির পাশে খোকন মিয়ার উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে তাকে ক্ষত-বিক্ষত করে রাস্তায় ফেলে চলে যায়।
পরে স্থানীয় লোকজন খোকনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।
সোর্স কুদরত টাকার বিনিময়ে যে কোন ব্যক্তিকে মাদকসহ যে কোন অপরাধের কাজে ফাসানো তার জন্য কোন কিছুই নয়। যার ফলে কুদরতকে দেখলে সাধারন মানুষ আতংকিত হয়ে যায়। শুধু তাই নয় কুদরত এর দ্বারা অগনিত মানুষ হয়রানির স্বীকার হচ্ছে বলে অভিযোগ আছে।
এলাকার সচেতন মহলের জোর দাবি সোর্স কুদরতকে অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
এই ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, অভিযোগ পেয়েছি সোর্স কুদরতের বিরুদ্ধে, খুব দ্রুত আইনি ব্যবস্হা গ্রহন করা হবে।
স/এষ্