মটর বাইকে দুইবার ৬৪ জেলা ঘুরলেন মুসা
রাহুল রাজ ।। ঢাকার মুগ্ধার বাসিন্দা মুসা আহম্মেদ। ছোটবেলা থেকেই নতুন কিছুর সন্ধান তার নেশা। সাইকেল ছোটবেলা থেকেই চালাতে পারেন কিন্তু মটর সাইকে চালানো শেখেন একটু বয়স হলে। ২০২২ সালে মরট সাইকেল চালানো শিখে তার থেমে থাকেননি। নিজের বাজাজ ডিসকভারি ১২৫ সিসি বাইক নিয়ে শুরু করেন বাংলাশের ৬৪ জেলা ভ্রমনেরর সূচনা।
নিজের কর্মের পাশাপাশি সময় পেলেই ছুট দিতে শুরু করেন বিভিন্ন জেলা। অনেকে একবারে বের হয়েই ঘুরে ফেলেন পুরো বাংলাদেশ। কিন্তু মুসার ক্ষেত্রে বিষয়টি ছিলো একটু অন্যরকম। একটি জেলাকে লক্ষ্য করে সেই জেলা ঘুরে আবার ঢাকায় চলে আসতেন। পরে আবার স্থির করতেন অন্য কোন জেলা।
এভাবেই মাত্র এবছরে পুরো বাংলাদেশর ৬৪ জেলা তার ভ্রমণ হয়ে যায়। এর পরে আবার দ্বিতীয়বার শেষ করেন পুরো বাংলাদেশ ঘুরার মিশন। পা থেকে মাথা পর্যন্ত পুরো বাইকারের সাজ। কখনো রাতের আধাঁরে শীতের কুয়াশার চাঁদর ভেদ করে অতিক্রম করেছেন চা বাগানের আকাঁবাকা রাস্তা অথবা দিনের আলোয় নিকলী হাওড়ের বাতাশে তুলেছেন সস্থির সেলফি। কখনো আমের নেশায় রাজশাহীর আম বাগানে আমের রাজ্যে নিজেকে মিশিয়ে নেন আবার কখনো সাজেকের ঠান্ডা বাতাশে নিজেকে আবিস্কার করেন শহরের কোলাহল থেকে দূরে। টেকনাফ থেকে তেতুলিয়া বা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ। নিজের বাইক নিয়ে ঘুরে দেখেছেন বাংলার নদী মাঠ ঘাট। আর একান্তে আবৃত্তি করেছেন –
বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ
খুঁজিতে যাই না আর : অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে
চেয়ে দেখি ছাতার মতো ব্ড় পাতাটির নিচে বসে আছে
ভোরের দয়েলপাখি – চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ
জাম-বট-কাঁঠালের-হিজলের-অশথের করে আছে চুপ;
ফণীমনসার ঝোপে শটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে;
মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে
এমনই হিজল-বট-তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ-
বাইক চালাতে শিখেই স্বপ্ন দেখতেন ৬৪ জেলা ঘুরবেন। সেই স্বপ্ন পূরণ হয়েছে তাঁর। একবার নয় দুই বার। এবার আছেন তৃতীয়বার ৬৪ জেলা ঘুরার মিশনে। মটর বাইকে করে ৬৪ জেলা ভ্রমণের সময় নানা অভিজ্ঞতা হয়েছে বলে জানালেন মুসা আহম্মেদ। ৬৪ জেলা ভ্রমণ করে বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন তিনি।
স্থানীয় মানুষের সহযোগিতা ও যথেষ্ট সাড়া পেয়েছেন বলে জানালেন মুসা। তিনি বলেন, ‘ভ্রমণের মাধ্যমে আমি যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ভ্রমণে উদ্বুদ্ধ করেছি। ভবিষ্যতে ইচ্ছা আছে বাইকে ভারতের বিভিন্ন রাজ্য ভ্রমণ করব।
স/এষ্