বাংলাদেশের ধনী ও গরিব জেলা কোনটি?
অদ্রিকা বিশ্বাস মিষ্টি : দেশের শীর্ষ ধনী ১০ জেলার মধ্যে মুন্সিগঞ্জ ২য় স্থানে রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ খানার আয় ও ব্যয় নির্ধারণ জরিপ ২০১8-তে এই তথ্য পাওয়া গেছে। বাংলাদেশের শীর্ষ ধনী ও গরিব জেলার জেলার তালিকা প্রকাশ, এক নম্বরে কোন জেলা?
সাম্প্রতি এই প্রতিবেদন আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়। সেখানে প্রথমবারের মতো জেলাওয়ারি ধনী-দরিদ্র্য পরিস্থিতি চিত্র তুলে ধরা হয়েছে।
সবচেয়ে ভালো আছেন নারায়ণগঞ্জের মানুষ। এই জেলার প্রতি ১০০ জনে গড়ে ২ দশমিক ৬ জন মানুষ গরিব। বাকিরা সবাই দারিদ্র্যসীমার ওপরে বাস করেন।
কম এমন ১০টি জেলার ৭টিই ঢাকা বিভাগের বাকি ছয়টি জেলার মধ্যে দারিদ্র্যের হার মুন্সীগঞ্জ ৩ দশমিক ১শতাংশ, মাদারীপুর ৩ দশমিক ৭শতাংশ গাজীপুরে ৬দশমিক ৯শতাংশ ফরিদপুরে ৭দশমিক ৭শতাংশ ঢাকায় ১০শতাংশ ও নরসিংদীতে সাড়ে ১০ শতাংশ। সে হিসেবে মুন্সীগঞ্জ রয়েছে ২য় স্থানে।
শীর্ষ ১০ তালিকায় থাকা অন্য তিনটি জেলার মধ্যে দারিদ্র্যের হার ব্রাক্ষনবাড়ীয়া ১০ দশমিক ৩শতাংশ। মৌলভীবাজারে ১১শতাংশ ও সিলেট ১৩ শতাংশ।
স/এষ্