রাহুল রাজ । । সিরিজ নিশ্চিত করে আজ অনেকটা নিয়ম রক্ষার ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু এ যেন অনেকটা ভাগ্যের পরিহাস। জিতা ম্যাচ হাত থেকে ফুসকে বের হয়ে যায় নিজেদের ভুলে। দ্বিতীয় ম্যাচ হেরে ১-১ সমতায় দুই দল। আজ অঘোষিত ফাইনালে মাঠে নামছে দুই দল।
আয়োজক এবং অতিথি দুই দলের লক্ষ্যই থাকবে শিরোপা নিজেদের করে নেওয়ার। দ্বিতীয় ম্যাচে অনেকটা নিজেদের দোষেই হেরেছে বাংলাদেশ অন্তত ক্রিকেটপ্রেমীদের এমনটাই অভিযোগ। ক্যাচ মিস, বাজে অধিনায়কত্ব এবং সময়োপযোগী ব্যাটসম্যান কে মাঠে না নামানোর ফলস্বরূপ দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ এমনটাই প্রতিয়মান। আজ সিরিজ নির্ধারণী ম্যাচে ভুল করার কোন সুযোগ নেই।
দুই দলই একাদশ সাজাবে স্পিন নির্ভর করে সেই নিশ্চিত। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ যেখানে ৫০ ওভার স্পিনার দিয়ে শেষ করিয়েছিল আজকেও তার ব্যতিক্রম হবে না বলেই ধারণা করা হচ্ছে। মিরপুরের উইকেটে রান নয় স্পিন বান্ধব করে তৈরি করা হয়েছে। যেকোন দল ২২০ রান স্কোর বোর্ড তুলতে পারলেই দারুন লড়াইয়ের আভাস পাওয়া যায়।
ঘরের মাঠে সব সুযোগ-সুবিধা পাওয়া সত্ত্বেও সিরিজ যদি আজ হাতছাড়া হয় তবে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে বিসিবিকে। যদিও অতীতে অনেক প্রশ্নের উদয় ঘটলেও তার কোন উত্তরই প্রকৃতপক্ষে বিসিবি থেকে আসেনি। অনেকটা যেন, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই।
সেই অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরিসংখ্যান বলছে, ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখনও পিছিয়ে আছে বাংলাদেশ। ৪৯ ম্যাচের মধ্যে মাত্র ২২টিতে জিতেছে টাইগাররা। হেরেছে ২৫টিতে। বাকি দুই ম্যাচ পরিত্যক্ত হয়।
দ্বিতীয় ম্যাচে ওয়ানডেতে এক ম্যাচে সবচেয়ে বেশি বোলিংয়ের বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা। ২০১৯ সালে ভারতের দেহরাদুনে ৭৮.২ ওভার বোলিং করেছিল আফগানিস্তান ও আয়ারল্যান্ডের স্পিনাররা।
১০২ ওভারের (সুপার ওভারসহ) ম্যাচে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা মিলে মোট ৯৩ ওভার বল করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বোলিং ইনিংসে পাঁচ বোলার মিলে ৫০ ওভার করেন। বাংলাদেশের বোলিং ইনিংসে ৪২ ওভার করেন স্পিনাররা। বাকী ৮ ওভার করেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। এরপর সুপার ওভারে বাংলাদেশের হয়ে ১ ওভার করেন ফিজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে করেন স্পিনার আকিল হোসেন। এই তালিকার তৃতীয় স্থানে আছে শ্রীলংকা ও জিম্বাবুয়ে। ১৯৯৮ সালে কলম্বোতে ৭৬ ওভার বোলিং করেছিল শ্রীলংকা ও জিম্বাবুয়ের স্পিনাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস এবং নাগরিক টিভি।