দুঃখ
এস এম আবু কাউসার
দুঃখ যদি বেচা যেত
হতাম আমি ধনী
দুঃখের বোঝা মাথায় নিয়ে
সুখের পাগলামি।
আমি যখন ছোট ছিলাম
দুঃখ ছোট ছিল
বড় হলাম সুখের নামে
সবাই দুঃখ দিল।
কত দুঃখ সইব আমি
সইতে পাড়িনা ভাড়
ছোট ছোট দুঃখ জমে
হয়েছে বুক পাহাড়।
সুখের নামে দুঃখ আমায়
দিল যারা যারা
সুখে যেন সদায় থাকে
সবাই সকল তারা।
স/মা