ইটালি নেওয়ার নামে প্রতারণা করে টাকা নিয়ে উধাও প্রতারক পলাশ
নিজস্ব প্রতিনিধি : সরকারি ভাবে ইটালি পাঠাবার নাম করে আমিনুল ইসলাম পলাশ নামের এক প্রতারক টাকা হাতিয়ে নিয়ে গাঁ ঢাকা দিয়েছে। নিজেকে বিদেশ মন্ত্রীর ঘনিষ্ঠ লোক পরিচয় দিয়ে জাল কাগজ পত্রে প্রতারণার ফাঁদ পাতেন পলাশ।
মালিহা কনস্ট্রাকশন লিমিটেডের চেয়ারম্যান পরিচয় দিতেন তিনি। বর্তমানে নাম-সর্বস্বমালিহা কনস্ট্রাকশন এর ওয়েব সাইডে প্রবেশ করলে দেখা যায় সেটিও রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এবং সেখানেও তার কোন তথ্য পাওয়া যায়নি।
পলাশের মিষ্টি কথায় কোন প্রকারের কাগজ না করে চার দফায় আমিনুল ইসলাম নামে এক যুবক ইটালি যাবার জন্য পলাশকে ৭ লক্ষ আটাশ হাজার টাকা প্রদান করেন।
গত ২৭ মার্চ থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। পলাশের জাতীয় পরিচয় পত্রের ঠিকানায় খোঁজ নেওয়া হলে জানান যায়, এটি তার জাল পরিচয় পত্র।
সাভারের অস্থায়ী ঠিকানায় খোঁজ নেওয়া হলে জানা যায়, পলাশ বাসা ছেড়ে অনত্র চলে গেছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পলাশ চিহ্নিত একজন প্রতারক। এর আগেও অনেক সঙ্গে বিদেশ পাঠানোর নাম করে প্রতারণ করেছেন।
প্রতারণার দায়ে রাজধানীর দক্ষিণখান থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে।
জানা গেছে, অভিযুক্ত পলাশ নবাবগঞ্জের দোহার উপজেলার নারিশা এলাকার আব্দুল হামিদের ছেলে।
প্রতারণার শিকার আমিনুল ইসলাম একজন ছোট ব্যবয়সী। রাজধানীর দক্ষিণখান, আইনুস বাগ একটি বাসায় তিনি ভাড়া থাকেন।
বিভিন্ন ভাবে ধারদেনা ও স্ত্রীর গহনা বিক্রি করে তিনি এই টাকা জোগাড় করেছিলেন। বর্তমানে তিনি বিপর্যস্ত ভাবে মানবতর জীবন পার করছেন।
স/এষ্