শেষ হলো বগুলা শিবশক্তি সংঘের দ্বিতীয় নৃত্য উৎসব
রাহুল রাজ ।। উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের সিন্দ্রনী অঞ্চলের বগুলাপাড়ায় বগুলা শিবশক্তি সংঘের উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হলো দ্বিতীয় নৃত্য উৎসব।
বগুলা শিবশক্তি সংঘের মাঠে মোট ২২ জন প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত এই নৃত্য উৎসবকে ঘিরে বগুলা ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।
বগুলা শিবশক্তি সংঘের সাধারণ সম্পাদক অজয় বিশ্বাস জানান, সরস্বতী পূজার দ্বিতীয় দিনে এই নৃত্য উৎসবের আয়োজন করা হয়েছিল। তিনি বলেন, “এবার দ্বিতীয়বারের মতো আয়োজন হলেও আমরা ব্যাপক সাড়া পেয়েছি। ভবিষ্যতেও এই নৃত্য উৎসব নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”
নৃত্য প্রতিযোগিতায় কৃষ্ণনগর থেকে আসা রিক্তিম প্রথম পুরস্কার অর্জন করেন। বারাসাতের আকাশ মণ্ডল দ্বিতীয় স্থান অধিকার করেন। তৃতীয় পুরস্কার পান ভাবাম নৃত্যত্ম।
এই নৃত্য উৎসবের বিচারকের দায়িত্বে ছিলেন আদিত্য হালদার, খুশবু নেহা খাতুন এবং অপ্রিতা বিশ্বাস।
এই ধরনের সাংস্কৃতিক উদ্যোগ এলাকার তরুণ প্রজন্মের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

