বেনাপোলে দুই বছর পর কবর থেকে বিএনপি নেতা আব্দুল আলীমের লাশ উত্তোলন
মো. সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি :
যশোরের বেনাপোলে প্রায় দুই বছর পর কবর থেকে আব্দুল আলীম(৪৫) নামে এক বিএনপি নেতার লাশ উত্তোলন করা হয়েছে।
বুধবার দুপুরে বেনাপোল বড় মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্হান থেকে এ লাশ উঠানো হয়।
সে বেনাপোল গাজীপুর গ্রামের ওয়ার্ড বিএনপির সহ সভাপতি এবং ওই গ্রামের মৃত ফারাজ আলী মোড়লের ছেলে।
থানা-পুলিশ, পরিবার ও স্থানীয়রা জানান, ২০২২ সালের ১৬ আগস্ট বেনাপোলে বিএনপির দোয়া অনুষ্ঠানে গিয়ে আওয়ামীলীগ নেতাকর্মীদের কাছে গনপিটনির স্বীকার হন আব্দুল আলীম।
দীর্ঘ ১ মাস চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তার মৃত্যু হয়। এঘটনার দুই বছর পর গত ১৮/১১/২৪ তারিখে ভিকটিমের পরিবার বেনাপোল পোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আদালত মামলাটি আমলে নিয়ে থানা-পুলিশকে ময়নাতদন্তের নির্দেশ দেন।
আদালতের নির্দেশে বেনাপোল থানা-পুলিশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আব্দুল আলীমের
লাশ উত্তোলন করে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া জানান, আদালতের নির্দেশে লাশ পুনরায় ময়নাতদন্তের জন্য ওঠানো হয়েছে। লাশ যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হবে।