প্রতিমা ভাংচুরের ঘটনা তদন্তে গৌরীপুরে মানবাধিকার কমিশন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের গোবিন্দবাড়ি জিউর মন্দিরে দুর্গাপূজার প্রতিমা ভাংচুরের ঘটনার তদন্ত করতে বাংলাদেশ মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) মোঃ আশরাফুল আলম-এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- মানবাধিকার কমিশনের উপপরিচালক ও তদন্ত কমিটির সদস্য সুস্মিতা পাইক ও সহকারী পরিচালক (অভিযোগ ও তদন্ত) ও কমিটির সদস্য সচিব মোঃ মোজাফফর হোসেন।
সোমবার দুপুরে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে গৌরীপুর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকদের সাথে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন- গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাকিল আহমেদ, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাযহারুল আনোয়ার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুব, গৌরীপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রতন সরকার, সাধারণ সম্পাদক শ্যামল কর, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সুজিত কুমার দাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ বিপ্লব প্রমুখ।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর ভোরবেলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্মাণাধীন প্রতিমা ভাংচুরের সময় ইয়াসিন নামে এক যুবককে আটক করে মন্দিরের বাসিন্দারা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে জানা যায় তিনি মানসিক প্রতিবন্ধী।
তদন্ত কমিটির প্রধান বাংলাদেশ মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) মোঃ আশরাফুল আলম বলেন- বাংলাদেশ একটি সাম্প্রদায়িক-সম্প্রীতির দেশ, এ ধরনের ঘটনা কোনভাবেই কাম্য নয়। প্রতিমা ভাংচুরের ঘটনাটি মানবাধিকার কমিশন গুরুত্বের সাথে তদন্ত করছে, আগামী ১০ কার্যদিবসের মধ্যে কমিশনে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।
স/বি