ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ১৪ লিটার চোলাই মদসহ ২২০ লিটার উপকরন উদ্ধার, আটক- ৪

চমক নিউজ, ময়মানসিংহ
নভেম্বর ২, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ১৪ লিটার চোলাই মদসহ ২২০ লিটার উপকরন উদ্ধার, আটক- ৪

ময়মনসিংহ বিভাগীয় প্রধান শেখ বিপ্লব- ময়মনসিংহের গৌরীপুরে ২ নভেম্বর রবিবার যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১৪ লিটার চোলাই মদসহ ২২০ লিটার উপকরণ উদ্ধার করে। মদ তৈরীর সাথে জড়িত থাকায় ৪ জনকে আটক করে।

অভিযানটি পরিচালনা করে গৌরীপুর অস্থায়ী  সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোরশেদ।

 

ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে পৌর শহরের ভালুকা ব্রীজ সংলগ্ন হৃষি বাড়িতে অভিযান পরিচালনা করে ১৪ লিটার চোলাই মদসহ ২২০ লিটার মদ তৈরীর উপকরন উদ্ধার করে।

এ সময় মুরাত রবিদাসের ছেলে বিশ্বনাথ রবিদাস (৬০), বিশ্বনাথ রবিদাসের স্ত্রী মিনা রবিদাস (৫৬), মৃত জীবন রবিদাসের স্ত্রী সবিতা রবিদাস (৪৫), জীবন রবিদাসের ছেলে তাপস রবিদাসকে আটক করে।  উদ্ধারকৃত মদ  উপকরন ও আটককৃতদের গৌরীপুর  থানায় হস্তান্তর করে।

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিযন্ত্রন আইন মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হবে৷