ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজধানীর পাশে ঘুরতে যেতে পারেন হরদি বাজর

চমক নিউজ বার্তা কক্ষ
আগস্ট ২১, ২০২৫ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর পাশে ঘুরতে যেতে পারেন হরদি বাজর

অদ্রিকা বিশ্বাস মিষ্টি ।। পূর্বাচল ৩০০ ফিট রোডের পাশে এবং ঢাকা-বাইপাস রোডের সাথে সংযুক্ত একটি স্থানীয় বাজার যার নাম হরদি বাজার । পূর্বাচল ৩০০ ফিট রোডের কাছাকাছি অবস্থিত এবং এই এলাকাটিকে একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও সংযোগস্থল হিসেবে পরিচিত করে তুলেছে।

এটি পূর্বাচল নতুন শহর প্রকল্পের অংশ হিসাবে উন্নত করা হয়েছে। রাজধানীর উত্তরা থেকে কসাইবাড়ি হয়ে বালু নদী পাড়ি দিয়ে চলে যাওয়া যায় হরদি বাজারে। বৃহস্পতিবার বিকাল থেকে শুক্র, শনি দুদিন সরকারি ছুটিতে এই বাজার পরিপূর্ণ হয়ে ওঠে দর্শনার্থীদের ভীড়ে। এছাড়াও ছুটির দিনে বাড়তি ভিড় থাকে চোখে পড়ার মত।

উত্তরা থেকে এই বাজারে আসতে গেলে প্রাকৃতিক পরিবেশে চোখ আটকে যাবে। যেমন পাওয়া যাবে নৌকা ভ্রমণের স্বাদ তেমনি পাওয়া যাবে এখানকার রকমারি খাবারের রসনা বিলাস। স্থানীয়রা তাদের ক্ষেতে উৎপাদিত বিভিন্ন রকমের পণ্যের পশ্চা সাজিয়ে বসেন আগতদের জন্য।

অনেক কম টাকায় ভেজাল ছাড়া এসব পন্য কিনতে ভিড় জমান শহরতলীর মানুষেরা। এখানে গড়ে উঠেছে অনেকগুলো মিষ্টির দোকান। জিভের জল নিয়ে আসার মতন স্বাদে ও গন্ধে মিষ্টির দোকানগুলোতে আকৃষ্ট করে ক্রেতাদের।

যান্ত্রিক জীবন থেকে একটু স্বস্তি পেতে মুক্ত পরিবেশে হাঁটতে পারেন খোলামেলা পরিবেশে। গা জুড়ানো বাতাস ও নয়ন অবিরাম গ্রামীণ দৃশ্য পুরো সপ্তাহের ক্লান্তি ভাব দূর করে দেয়ার জন্য যথেষ্ট। ফিরতি পথে দুধের স্বর বা গরম চা খেয়ে উঠতে পারেন আবার নৌকায়। মুহূর্তের মধ্যে কেটে যাবে কয়েক ঘন্টা। এখানে কাটানো মুহূর্তগুলো সারা জীবনের স্মৃতির পটে আটকে থাকার জন্য যথেষ্ট।

হরদি বাজারে ঘুরতে আসেন দর্শনার্থীরা।