ঢাকাসোমবার , ২৮ মার্চ ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

স্বাধীনতা দিবসে কাব্য বিলাস মঞ্চায়ন করল ‘বিজয়ের জন্য’

admin
মার্চ ২৮, ২০২২ ১২:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

স্বাধীনতা দিবসে কাব্য বিলাস মঞ্চায়ন করল ‘বিজয়ের জন্য’

অদ্রিকা বিশ্বাস : স্বাধীনতা যুদ্ধচলাকালে রাজাকারদের হাতে ধরা পড়ে যায় কিশোর মুক্তিযোদ্ধা মানিক। অমানবিক অত্ম্যাচারেও সহযোগী মুক্তিযোদ্ধাদের নাম ও স্থান নিয়ে মুখখোলে না সে।

শেষে নিষ্ঠুর ভাবে হত্যা করা হয় কৌশরে পা দেওয়া এই মুক্তিযোদ্ধাকে। মানিকের মত এমন হাজারো আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার গল্প উঠে এসেছে বিজয়ের জন্য নাটকের চিত্রপটে।

রাহুল রাজের রচনা ও নির্দেশনায় দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য সংগঠন কাব্য বিলাস নাট্য গোষ্ঠী গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে উত্তরায় বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে মঞ্চায়ন করে বিজয়ের জন্য নাটকটি।

বিজয়ের জন্য নাটকের অভিনয় করা অন্তর জানান, নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস ও আত্মত্যাগ তুলে ধরতে পেরে খুব ভাল লেগেছে। ইচ্ছা আছে বিজয়ের জন্য নাটকটি দেশের বিভিন্ন প্রান্তে মঞ্চায়ন করার।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, চাঁদনী নূর, অন্তর সরকার, রুবেল খান, প্রসঞ্জিত বর্মন, মহিন সরকার, ইমন মন্ডল, মুসা আহম্মেদ সহ আরো অনেকে।

স/এষ্