শার্শা-বেনাপোলে বিজিবি’র অভিযানে ফেনসিডিল ও ৩৮ লিটার মদ সহ গ্রেফতার-১
মো. সাইদুল ইসলাম: যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকা হতে মালিকবিহীন ৩০৪ (তিনশত চার) বোতল ফেনসিডিল এবং ৩৮ লিটার বাংলা মদসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে বিজিবি।
বুুধবার বিকালে বিজিবি’র পৃথক অভিযানে ফেনসিডিল ও বাংলা মদসহ এক মাদক কারবারীকে আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাহাজাদপুর বিওপি’র টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১৬৬ বোতল ফেনসিডিল এবং বেনাপোল বিওপি’র টহলদল কর্তৃক বেনাপোল-যশোর মহাসড়কে ১টি যাত্রীবাহী বাস তল্লাশিকালীন পরিত্যাক্ত ব্যাগ হতে ১৩৮ বোতল ফেনসিডিলসহ সর্বমোট ৩০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও আমড়াখালী চেকপোষ্ট কর্তৃক বিসমিল্লাহ পরিবহনের একটি লোকাল বাস তল্লাশিকালীন বাসের বক্স থেকে ৩৮ লিটার বাংলা মদসহ ১জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, উদ্ধার করা মাদকদ্রব্য সহ আসামীকে শার্শা থানায় হস্তান্তর এবং মালিকবিহীন মাদকদ্রব্য ধ্বংস করার নিমিত্তে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।