ঢাকারবিবার , ১ ডিসেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শার্শার দিন মুজুর কন্যা তোহা বাঁচতে চাই

চমক নিউজ, বেনাপোল অফিস
ডিসেম্বর ১, ২০২৪ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

শার্শার দিন মুজুর কন্যা তোহা বাঁচতে চাই

মো. সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার দিন-মুজুর কন্যা মোছাঃ তোহা খাতুন (১১) বাঁচতে চাই। তোহার হার্ট ছিদ্র হয়ে গেছে। গত ৬ বছর অসুস্থ্য থাকার পর ঢাকা জাতীয় হৃদরোগ হাসপাতালের একজন সিনিয়র ডাক্তার পরিক্ষা নিরিক্ষা করে বলেছে তোহা’র হার্ট ছিদ্র । এখনই অপারেশন করতে হবে। প্রয়োজন ৪ লক্ষ টাকা। অসুস্থ্য তোহা শার্শার বসতপুরের শরিফপুর গ্রামের দিন মুজুর মকবুল হোসেনের মেয়ে।

তোহা গ্রামের সরকারী প্রাইমারী স্কুলের তৃতীয় শেনীতে লেখা পড়া করে। তার অবস্থা এখন খুব আশংকা জনক। যত দিন যাচ্ছে অসুস্থ তোহার হাত ও পায়ের আঙ্গুল ফুলে যাচ্ছে। হাত ও পয়ের আঙ্গুলের নোখ নীল বর্ণের হয়ে যাচ্ছে। মুখের রং হয়ে যাচ্ছে ফ্যাকাশে। তোহার হত দরীদ্র পিতা একজন দিন মুজুর । তার পক্ষে ৪ লক্ষ টাকা জোগাড় করে এক মাত্র সন্তানকে চিকিৎসা করানো সম্ভব না। তাই তিনি তার এক মাত্র মেয়েকে বাঁচাতে সমাজের সকল দয়াবান ও বিত্তবানদের কাছে সাহায্যের চান।

তোহার চিকিৎসার্থে তার পিতা মকবুল হোসেনের ব্যবহারিত মোবাইল নগদ নং ০১৯২০৫৩১৩৪৬ তে সাহায্য পাঠাতে অনুরোধ করেছেন।