লাবু চৌধুরী নৌকা পাওয়ায় সালথায় আ’লীগের আনন্দ মিছিল
আবু নাসের হুসাইন, সালথা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২, আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শাহদাব আকবর লাবু চৌধুরী। তার নৌকা পাওয়ার খবরে আনন্দ মিছিল করেছেন সালথা উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠন।
আজ রবিবার বিকাল ৫টায় সালথা সদর বাজার থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বাইপাস সড়কে এক আনন্দ সমাবেশ করা হয়।
এসময় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস, সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, জেলা পরিষদের সদস্য নুর মোহাম্মাদ তোতা মিয়া, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইমারত হোসেন পিকুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, যুবলীগের সাবেক সাংগঠণিক সম্পাদক বাদল হোসেন, যুবলীগ নেতা মামুন মিয়া, বাকি বিল্লা, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খান রাজ প্রমূখ।
এছাড়াও উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও তার সহযোগি সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।