মেয়েদের প্রিয় উপহার কী? যা কিনতে টাকা লাগে না
গিফটের ইংরেজি সমার্থক শব্দ যদি ধরি সারপ্রাইজ,তাহলে মেয়েরা সারপ্রাইজ পছন্দ করে।
কোন বস্তু না,প্রয়োজনীয় জিনিসেই মেয়েরা খুশি থাকতে জানে,খুব স্পেশাল বস্তুর প্রয়োজন শুধুই পুরুষ মানুষের।সাইকোলজিক্যালি পুরুষ মানুষ বস্তু আহরনে আনন্দ লাভ করে যেখানে নারী জাতি ব্যতিক্রম।তাদের বস্তু আহরনে আনন্দ লাভ হয়না।
আনন্দ আসলে পায় তারা,তবে সেটা পুরুষদের মতো না।
নারী জাতির সাইকোলজী নারীর মতো,অর্থাৎ সেটা পুরুষের মতো না।
পুরুষের সাইকোলজী পুরুষের মতো,সেটা নারীর মতো না।যদিও হালের ট্রেন্ড অনুযায়ী “নারী আর পুরুষে শারীরিক কিছু পার্থক্য ছাড়া আর কোন পার্থক্য নাই”।তবে এগুলা যে মিথ্যা তা বলার অপেক্ষা রাখে না।যদিও খুব বেশি মিথ্যা না।(অর্থাৎ এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে যা সচারচর মানুষ জানে না অথবা জানানো হয়না)
সারপ্রাইজ পছন্দ করে,পুতুল অথবা মোবাইল না।সারপ্রাইজ স্যার,সারপ্রাইজ। এই সারপ্রাইজ শব্দটাই মেয়েদের প্রিয়। এই কথাটা বলতে কোন টাকার প্রয়োজন হয় না।
স/এষ্