ঢাকাশনিবার , ৩০ জুন ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে আর্জেন্টিনা বাড়ি উৎসুক জনতার ভিড়


জুন ৩০, ২০১৮ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

এম.এম.রহমান,মুন্সীগঞ্জ:মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার পূর্বপাড়া এলাকায় আর্জেন্টিনা সমর্থক আকমল মৃধা আর্জেন্টিনা পতাকার রংয়ের সাথে মিল রেখে নিজ বাড়ি রং করিয়েছেন। তার নিজ বাড়িটি আর্জেন্টিনা বাড়ি হিসাবে ওই এলাকায়  ব্যাপক পরিচিতি লাভ করেছে। আসেপাশের উৎসুক জনতা ও আর্জেন্টিনা সমর্থকরা বাড়িটি দেখার জন্য ভিড় জমিয়েছেন। সরেজমিনে শনিবার দুপুরে  গিয়ে দেখা যায়, আর্জেন্টিনা সমর্থক আকমল মৃধা তার ৩ তলা বিশিষ্ট বাড়িটি পুরো আর্জেন্টিনার পতাকার আদলে রং করিয়েছেন পুরো বাড়িটি

এ ব্যাপারে আকমল মৃধা জানান, আমি ছোট বেলা হতে আর্জেন্টিনার সমর্থক।  বিশ্বকাপ এলে প্রতিবছরই এলাকার সকল মানুষদের নিয়ে  আর্জেন্টিনার খেলা দেখি। এ বছর বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি অকুন্ঠ সমর্থন দিয়ে আসছি। আর্জেন্টিনাকে ভালোবাসি বিধায় নিজ বাড়িটিকে আর্জেন্টিনার পাতাকার রংয়ের আদলে রং করিয়েছে। বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ দল নেয় বিধায় বাধ্য হয়ে অমরা অপর দলকে সমর্থন করছি। আশা করি বাংলাদেশও ভবিষৎতে বিশ্বকাপ ফুটবল খেলবে আমরা তখন সবাই মিলে বাংলাদেশের সার্পোট করবো। 

স/রহ