ঢাকাসোমবার , ১৪ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানিকগঞ্জের ঘিওর এলাকার হতদরিদ্র ২০টি পরিবার, ঢাক-ঢোল বিক্রি করে চলে ওদের সংসার

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ১৪, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জের ঘিওর এলাকার হতদরিদ্র ২০টি পরিবার, ঢাক-ঢোল বিক্রি করে চলে ওদের সংসার

এস, এম, মনির হোসেন জীবন ।। বিশেষ প্রতিনিধি : রাজধানীর অদূরে মানিকগঞ্জের ঘিওর থানা এলাকার বালিয়াখোড়া ইউনিয়নের বালিয়াখোড়া গ্রামে ঢাক-ঢোল বিক্রি করে সংসার চালান ছোট বড় ওই গ্রামের প্রায় ১৮ থেকে ২০টির মত পরিবার। বর্তমানে অনেকেই ভিন্ন পেশায় কাজ করছেন।

এক সময় প্রতিটি পরিবারই এই পেশার সাথে জড়িত ছিল। বংশ পরম্পরায় এরা ঢাক-ঢোল, তবলা, শিশুদের জন্য খেলনা ঢোল ইত্যাদি তৈরী ও বাজারজাত করে আসছিলেন। তবে, এখন আর তারা আগের মত নেই। বেশীরভাগ পরিবার নিজেরাই কাজ করে থাকেন। তবে কেউ কেউ কারিগর নিয়ে কাজ করেন।

জানা গেছে, ঢাক-ঢোল, তবলা, শিশুদের জন্য খেলনা তৈরি করতে অনেকগুলি ধাপে এসব কাজ করা হয়। প্রথমে বিভিন্ন করাতকল থেকে (শ, মেশিন) আম, ডুমরা, নিমসহ বিভিন্ন সাইজের গোলাই কাঁঠ ক্রয় করে প্রয়োজন মতো সাইজ করা হয়। তারপর রং করে সুতা চামড়া দিয়ে সেটিকে মোড়ানো হয়। প্রকার ভেদে এগুলি ৭ হাজার থেকে ১২ হাজার টাকায় বিক্রি করা হয়ে থাকে।

গোপাল দাস নামে এক ব্যবসায়ী সাংবাদিকদের জানান, আমরা ৭ ভাই ও ২ বোন এই পেশার সাথে জড়িত আছি। আমরা খেয়ে পরে ভালোই আছি। আমাদের তৈরি করা পণ্যগুলি ঢাকার শাখারী বাজারে পাইকারি ও খুচরা বিক্রি করা হয়। শীত মৌসুমে এর চাহিদা তুলনামূলক ভাবে বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরো বলেন, ঢাকা থেকে সারা দেশেই ছড়িয়ে যায় আমাদের এসব ঢাক-ঢোল। আমরা নিজেদের সাধ্য মতো এগুলি তৈরি করে যাচ্ছি।

এই পেশার সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এই প্রতিবেদককে বলেন, সরকার যদি সুদবিহীন ঋণ দিতো তাহলে আমরা ব্যবসা কিছুটা হলেও বাড়াতে পারতাম। আমরা ব্যাংকের সুদের ঝামেলায় যেতে চাই না। নিজেদের যা পুঁজি আছে তাই দিয়েই চলার চেষ্টা করছি। এব্যাপারে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করছি।

স/এষ্