মাদক ছেড়ে যুবকদের খেলা-ধুলায় মনযোগি হতে হবে: ওয়াদুদ মাতুব্বর
সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর বলেছেন, মাদক ছেড়ে যুবকদের খেলা-ধুলায় মনযোগি হতে হবে। কেউ কাইজ্জ্যা-মারামারী করবেন না। সুন্দর সমাজ গঠনে সবাই এগিয়ে আসুন। সুন্দর সমাজ গঠনে ও এলাকার উন্নয়নে স্থানীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী ও উপজেলা পরিষদ আপনাদের পাশে থাকবে।
গতকাল বুধবার (১৯ জুন) সালথা উপজেলার গট্টি উচ্চ বিদ্যালয় মাঠে চার দলীয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর যুবকদের উদ্যেশে এসব কথা বলেন।
উক্ত খেলায় মায়ের দোয়া ফুটবল একাদশ বনাম এসকে ফুটবল একাদশের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এসময় মায়ের দোয়া ফুটবল একাদশ ২-০ গোলে জয়লাভ করে।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। এসময় বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সালথা উপজেলা শাখার সভাপতি আবু কাইয়ুম মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, খন্দকার আরিফ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।