ঢাকামঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মাদক ও মোবাইল আসক্ত থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলা অব্যাহত রাখতে হবে: ডিসি কামরুল আহসান

abu naser
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

মাদক ও মোবাইল আসক্ত থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলা অব্যাহত রাখতে হবে: ডিসি কামরুল আহসান
আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার বলেছেন, মাদক ও মোবাইল আসক্ত থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলা অব্যাহত রাখতে হবে। সালথা উপজেলা নির্বাহী অফিসারের এই উদ্যেগ যদি ফরিদপুরের সকল উপজেলা নির্বাহী অফিসাররা অনুসরণ করেন। এইভাবে যদি খেলাধুলাকে একদম ইউনিয়ন পর্যায় যদি ছড়িয়ে দেয় তাহলে আমাদের নতুন প্রজন্ম, তরুন প্রজন্মের মধ্যে যে মাদকাসক্তি এবং মোবাইল আসক্তি। এই আসক্তি থেকে যুব সমাজ দূরে থাকবে। খেলাধুলার মাধ্যমে মাঠকে গরম করে, সব সময় শারীরিকভাবে সুস্থতা এবং  সক্ষমতা অর্জন করে, খেলাধুলায় অংশগ্রহন করবে। যদি ভালো কিছু করতে হয় তাহলে অবশ্যই সুস্থতা থাকতে খেলাধুলা করতে হবে। তাই আমি সবাইকে বলবো খেলাধুলার প্রতি মনযোগ দিতে।
মঙ্গলবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জেলা প্রশাসক শীতকালিন টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, বলিবল ও  ব্যাড মিন্টন টুনামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
 উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা আহসান কামাল, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, বল্লভদি ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, ব্যবসায়ী মামুন-অর রশিদ সহ অনেকে উপস্থিত ছিলেন।