মহান স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন- কৃষকলীগ নেতা নাসির
মোল্লা তানিয়া ইসলাম তমাঃ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন, ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন নাসির । স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ২৬ শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ।
প্রতি বছরের ন্যায় এবারও দিবসটি জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপিত হচ্ছে । দেশে ও প্রবাসে বসবাসরত সকল বাঙালীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । ঐতিহাসিক এই দিনে আমি পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ।
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিত নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ চালালে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন । এরপর দীর্ঘ ন’মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। আমি শ্রদ্ধাচিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের, যাঁদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা ।
যাঁরা আমাদের অধিকার আদায় ও মুক্তিসংগ্রামে বিভিন্নভাবে অবদান রেখেছেন তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা । তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সবসময় রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি একটি সুখী-সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখতেন । তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন । প্রধান মন্ত্রীর প্রচেষ্টায় বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে ।
দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাস, লিঙ্গ বৈষম্য দূরীকরণ, আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে । প্রধান মন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ।