চমক ডেস্ক : কার্যকর ভ্যাকসিন আসার আগেই প্রাণঘাতী করোনা ভাইরাসে ২০ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচি বিষয়ক প্রধান ড. মাইক রায়ান এই সতর্ক বার্তা দেন।
মাইক রায়ান বলেন, সম্মিলিত আন্তর্জাতিক তৎপরতা ছাড়া মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। ভ্যাকসিন পাওয়ার আগে করোনায় মৃত্যু ২০ লাখে পৌঁছাবে কিনা এমন প্রশ্নের জবাবে মাইক রায়ান বলেন, এটা অসম্ভব নয়। এ সময় ইউরোপের করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে শঙ্কা প্রকাশ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচি বিষয়ক প্রধান ড. মাইক রায়ান।
গত বছর চীন থেকে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। বিশ্বব্যাপী প্রায় ১০ লাখ মানুষ এখন পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এছাড়া বিশ্বে এ পর্যন্ত ৩ কোটি ২০ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। সর্বোচ্চ করোনা রোগী শনাক্তদের দিক দিয়ে বিশ্ব তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় দ্বিতীয় ভারত এবং তৃতীয় ব্রাজিল।
স/এষ্