ভোর
ইব্রাহিম খলিল
তোমরা শিশু বড় হয়ে
আনবে কেড়ে জয়,
রাতের বেলা না
ঘুমিয়ে জেগে থাকা নয়।
না ঘুমালে সাস্থ্য বলো
কেমনে রবে ঠিক?
সাস্থ্য ছাড়া পঙ্গু জাতি
জানায় সবাই ধিক।
মোরগ ডাকার সাথে সাথে
বিছনা ছেড়ে দাও,
ওজু করে নামায পড়ে
কোরান হাতে নাও।
দিনটা তোমার ভালো যাবে
কাজে পাবে বল।
ভোর বেলাতে ঘুমিয়ে থাকে
মুর্খ জাতির দল।
স/মা