বেলকুচিতে সংবাদ কর্মীর বিরুদ্ধে সংবাদ সম্মলন
এম এ মুছা, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বেলকুচিতে প্রথম আলাে প্রতিনিধি সাংবাদিক আরিফুল গনি লিমনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে তামাই একতা উনয়ন সংস্থা (মৎস খামার) এর সদস্যরা।
শুক্রবার (০৮ এপ্রিল) দুপুরে বেলকুচি উপজেলার তামাই বহুমুখী উচ বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন সমিতির সদস্য হযরত আলী ব্যাপারী ।
এসময় সমিতির সভাপতি হাজী ফজলার রহমান অভিযাগ করে বলেন, গত বছর দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে এক বছরের জন্য আমাদের সমিতির পুকুর লিজ নেন সাংবাদিক আরিফুল গনি লিমন। পুকুর লিজের মেয়াদ শেষ হওয়াতে আবারও ডাকের মাধ্যমে লিজ দেয়ার ব্যবস্থা করে সমিতি।
এতে চলতি বছরে চার লক্ষ টাকা দরে ডাকে নেন তামাই নিবাশি দুলাল, রিপন ও রবিন। কিন্তু লিমন সমিতির এ সিদ্ধান্ত অস্বীকার করে আগের দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আবারও পুকুরটি দিতে হবে নইলে উল্টাে ওই পুকুরে কে মাছ চাষ করবে তাকে দেখে নেবার হুমকি দেন।
সমিতির সভাপতি আরও অভিযােগ করে বলেন, এর মধ্যে পুকুরের লিজ শেষ হবার কারণে ইতি মধ্যে লিমন পুকুরের সব মাছ উঠিয়ে নিয়েছে। গত ৬ এপ্রিল এই লিমন রাতের আধাঁরে পুকুরে কিছু মাছ ছাড়ে ও বিষ দিয়ে আমাদের উপর তার দােষ চাপাচ্ছে। মূলত লিমন সাংবাদিকতার পরিচয় বহন করে এবং তার আত্মীয় দুদক কর্মকর্তা হওয়াতে আমাদের নানা ভাবে হয়রানী করছে।
সংবাদ সম্মলনে আরও উপস্থিত ছিলন, ভাঙ্গাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সামসুল হক সরকার, সমিতি সদস্য আমির হামজা, আশরাফুল গনি সরকার প্রমুখ।
এব্যাপারে অভিযুক্ত প্রথম আলাে পত্রিকার জেলা প্রতিনিধি আরিফুল গনি লিমন জানান, তার বিরুদ্ধে সমিতির সদস্যরা চক্রান্ত করছে। পুকুরে বিষ দিয়ে আমার মাছ মেরে এখন আমাকেই দায়ি করছে। এই সমিতির আমরাও সদস্য।
স/এষ্