ঢাকাসোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেনাপোল বন্দরে এলো ১ট্রাক ডিম আমদানি

চমক নিউজ, বেনাপোল অফিস
সেপ্টেম্বর ৯, ২০২৪ ১০:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

বেনাপোল বন্দরে এলো ১ট্রাক ডিম আমদানি

মো. সাইদুল ইসলাম: ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ২ লাখ ৩১ হাজার ৪০ পিস ডিম আমদানি করা হয়েছে।

রবিবার বিকালে এই ডিমের চালানটি বন্দরে প্রবেশ করে।

আমদানিকৃত এই ডিমের বাংলাদেশি আমদানি কারক প্রতিষ্ঠান ঢাকার হাইড্রোল্যান্ড সলিউশন এবং ভারতের এক্সপোটার্স শ্রী লাক্সমি নারায়ন ভান্ডার।

বাংলাদেশে আসা ১১০৪ কাটুন এসব ডিমের প্রতি কাটুনে ২১০ পিস করে ডিম রয়েছে। শুল্কায়ন বাদেই এসব ডিমের দাম ধরা হয়েছে ১১ হাজার ১৭২.০৬ ডলার যা বাংলাদেশি টাকায় ১৩,৪৮,২৪৩.৯২ টাকা।

এর আগে গত ২০১৩ সালের ৫ নভেম্বর সর্বশেষ ডিমের চালান বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট রাতুল ইন্টারন্যাশনাল এর সত্তাধিকারি আব্দুল লতিফ জানান, ডিমের বাজারের অস্থিরতা নিরশনের জন্য আরো বেশি ডিম আমদানি দরকার। ইতোমধ্যে বেনাপোল বন্দর দিয়ে ডিম আমদানি শুরু হয়েছে। আমি মনে করছি, এভাবে ডিম আমদানি হলে বাংলাদেশের মানুষ অল্পমূল্যে ডিম ক্রয় করতে পারবেন।