বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলো “রুপসী বাংলা এক্সপ্রেস” ট্রেন
মো. সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:
দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে চালু হলো বহুল প্রতীক্ষিত ঢাকা-যশোর-খুলনা-বেনাপোল সেকশনে নতুন ট্রেন সেবা।
মাত্র সাড়ে তিন ঘণ্টায় বেনাপোল থেকে ঢাকায় পৌছাবে রুপসী বাংলা এক্সপ্রেস নামে আন্তঃনগর নগর এই ট্রেনটি। এই সেবা চালু হলে রেল পথে ভোগান্তি কমে আসবে। সাধারণ যাত্রী সহ পাসপোর্ট যাত্রী যাতায়াত বৃদ্ধির পাশাপাশি রাজস্ব আয় বৃদ্ধি পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বিকাল চারটায় বেনাপোল রেলওয়ে স্টেশনে ট্রেনটির শুভ উদ্বোধন করেন যশোর জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলাম। এসময় উপজেলা নির্বাহী অফিসার নাজিব হাসান সহ রেলওয়ের বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এদিকে মাত্র সাড়ে তিন ঘণ্টায় ঢাকায় পৌছানোর খবরে আনন্দিত ট্রেনে চলাচলকারী সাধারণ ও পাসপোর্ট যাত্রী সহ বেনাপোলবাসি। এই সেবার মাধ্যমে বেনাপোল থেকে সব ধরনের যাত্রীরা দিনে দুইবার ঢাকায় যাতায়াত করতে পারবে।
নিরাপদে যাতায়াতের লক্ষে রেলের সেবার মান আরো বৃদ্ধি হওয়ায় আগামীতে সাধারণ যাত্রী সহ পাসপোর্ট যাত্রী যাতায়াত বৃদ্ধি পাবে বলে জানান সংশ্লিষ্টরা।