ঢাকাবুধবার , ২ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেনাপোলে সোনা চোরাচালান মামলায় মাফুজের ২ দিনের রিমান্ড মঞ্জুর

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ২, ২০২৪ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোলে সোনা চোরাচালান মামলায় মাফুজের ২ দিনের রিমান্ড মঞ্জুর

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি  ।। যশোরে বেনাপোলে সোনা চোরাচালান মামালায় মাফুজ মোল্যা নামে এক চোরাকারবারির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ১অক্টোবর আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এই আদেশ দিয়েছেন। মাফুজ মোল্যা নড়াইলের লোহাগাড়ার মঙ্গলদিয়া গ্রামের হাসমত উল্লাহর ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল সড়কের আমড়াখালি ব্রিজের পাশে চেকপোস্ট বসায় বিজিবি। দুপুর সাড়ে ১২টার দিকে যশোর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়। এসময় বাসের যাত্রী মাফুজকে সন্দেহজনকভাবে আটক ও তার স্বীকারোক্তিতে তার কোমরে বিশেষ কায়দায় বাঁধা ১৯টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন চার কেজি ৫৫৭ গ্রাম।

এ ঘটনায় বিজিবির হাবিলদার আতিয়ার রহমান বাদী হয়ে চোরাচালান দমন আইনে আটক মাফুজের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পবিত্র বিশ্বাস গত ২৫ সেপ্টেম্বর আটক মাফুজের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। আসামি মাফুজের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

স/এস্