ঢাকাসোমবার , ৬ অক্টোবর ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বসুন্দিয়া সড়কের বেহাল দশা গর্তে ভরা কাদা পানি, জনদুর্ভোগ চরমে 

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ৬, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বসুন্দিয়া সড়কের বেহাল দশা গর্তে ভরা কাদা পানি, জনদুর্ভোগ চরমে

আজম খাঁন, বাঘারপাড়া।। যশোর-নড়াইল মেইন রোডের সাথে সংযুক্ত বসুন্দিয়া সড়কের সংযোগস্থলের বেহাল দশায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। রাস্তাজুড়ে বড় বড় গর্ত, কাদা ও জমে থাকা নোংরা পানিতে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা দেখা দিচ্ছে।

সড়কটি যেহেতু সরাসরি খুলনা ও যশোরের মেইন রোডের সাথে যুক্ত, তাই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগপথ। প্রতিদিন শত শত মানুষ, পণ্যবাহী ট্রাক, ভ্যান ও রিকশাভ্যান চলাচল করে এই পথে। স্থানীয় ব্যবসা-বাণিজ্যেরও প্রধান মাধ্যম এই সড়কটি।

স্থানীয় দোকানদার ও বাসিন্দারা জানিয়েছেন, “একটু বৃষ্টি হলেই পুরো সংযোগস্থলটি কাদা পানিতে তলিয়ে যায়। যানবাহন চলাচল করা তো দূরের কথা, হেঁটে পার হওয়াও দুঃসাধ্য হয়ে পড়ে।”

বহুবার স্থানীয় প্রশাসন ও সড়ক বিভাগে অভিযোগ জানানো হলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি এলাকাবাসীর।

এদিকে, রাস্তার এই সংযোগ স্থলের বেহাল দশার কারণে পণ্য পরিবহন ও দৈনন্দিন বাণিজ্য কার্যক্রমেও বাধা সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের দাবি, দ্রুত সংযোগস্থলের সংস্কার কাজ শুরু করে এই ভোগান্তি থেকে মুক্তি দেওয়া হোক।