ফুলপুর উপজেলায় বালিয়া ইউনিয়নে টি সি বি স্মার্ট কার্ড বিতর
তৌকির আহমেদ শাহীন তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি : ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নে আজকে টি সি বি স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
জানা যায়, বালিয়া ইউনিয়নে উপকারভোগী ১১৯২ জন।এর মধ্যে ইউনিয়ন পরিষদ ৮১৮টি কার্ড বিতরণ চলমান রয়েছে। কার্ড বিতরণের সময় উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন পরিষদের সচিব সুদেব কুমার রায়, ইউপি সদস্য তৌফিকুল ইসলাম, নুর আলম,উদ্যোক্তা রাকিব হাসান,বাংলাদেশ প্রেসক্লাবএর আহবায়ক তৌকির আহমেদ শাহীন সহ উপকারভোগী জনগন।
উপকার ভোগীরা জানান,তারা বিনামূল্য স্মার্ট কার্ড পেয়েছি। ইউপি সচিব সুদেব রায় জানান, আমরা বিনামূল্যে উপকারভোগীদের সবসময় সেবা দিতে প্রস্তুত।