ফরিদপুর-২, আসনে আ’লীগ প্রার্থী লাবু চৌধুরীর মনোনয়নপত্র জমা
সালথা (ফরিদপুর) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে বিশাল মটর শোভাযাত্রাসহ নেতাকর্মীদের সাথে নিয়ে নগরকান্দার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বার, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোবাহান মাষ্টার, সালথা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুকউজ্জামান, প্রবিন আওয়ামীলীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য শফি উদ্দিন, কাজী বাবুল, খন্দকার রেজাউর রহমান চয়নসহ হাজার হাজার নেতাকর্মী মোটর শোভাযাত্রায় অংশ গ্রহন করেন। এসময় মুখরিত হয়ে ওঠে সালথা-নগরকান্দার রাস্তাঘাট।
মনোনয়ন পত্র জমাদান শেষে লাবু চৌধুরী বলেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী এই এলাকার উন্নয়নে অগ্রণী ভুমিকা পালন করেছে। আমিও মায়ের মতো সকলের সাথে মিলেমিশে কাজ করে যাচ্ছি। আমি বিশ্বাস করি এই এলাকার জনগন কোন সন্ত্রাসী কে নয়, শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী করবে ইনশাআল্লাহ।