ঢাকামঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

abu naser
আগস্ট ৮, ২০২৩ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় একালায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬হাজার ৩৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, ফরিদপুর কোতোয়ালি থানাধীন, শিবরামপুর এলাকার মোঃ মালেক শেখের ছেলে মোঃ হাবিবুর বাশার ওরফে সুমন শেখ (৩৮) এবং জ্ঞানদিয়া এলাকার মৃত রহমান শেখের ছেলে মোঃ তুহিন শেখ (৩০)।

গণমাধ্যমকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার (৮আগস্ট) দুপুরে র‍্যাব জানায়, র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ৭ আগস্ট সোমবার আনুমানিক বিকাল সাড়ে ৩টার দিকে র‍্যাব-১০ সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ১৯,১৭,০০০/- (উনিশ লক্ষ সতেরো হাজার) টাকা মূল্যের ৬,৩৯০ (ছয় হাজার তিনশত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

এসময় তাদের নিকট হতে ৬,৩৯০ পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজি-বাইক জব্দ এবং দুইটি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ৮,১৯০/- (আট হাজার একশত নব্বই) টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী।

তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের কোতয়ালীসহ দেশের বিভিন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।