ঢাকাবুধবার , ৩ জুলাই ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে ইউনিয়ন চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন ডিসি

abu naser
জুলাই ৩, ২০২৪ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে ইউনিয়ন চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন ডিসি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ইউনিয়ন চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৪ এর শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার (পিএএ)।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩ জুলাই) বিকাল ৪টায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনের শুরুতে জাতীয় সংগীতের সাথে সাথে পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন অতিথিরা। উদ্বোধনী ম্যাচে রামকান্তপুর ইউনিয়ন একাদশ বনাম গট্টি ইউনিয়ন একাদশ অংশ গ্রহণ করে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার (পিএএ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।

এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শওকত হোসেন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা খানম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান মো. ইশারত হোসেন, গট্টি ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান লাভলুসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, সালথার মানুষ ১২ মাস খেলাধুলা করতে চায়। তাই আমরা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি যাতে প্রত্যেক মাসে একটি খেলার আয়োজন করব। সারাটা বছর যাতে আমাদের তরুণ প্রজন্ম নতুন প্রজন্ম খেলাধুলার মধ্যে মাঠে থাকতে পারে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খারাপ অভ্যাস দূরে রেখে, সুস্থ জাতি গড়ার জন্য খেলাধুলা খুবই প্রয়োজন।

তিনি আরও বলেন, এই খেলা আমরা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত এগিয়ে নেওয়া জন্য আজকে এই ইউনিয়ন চেয়ারম্যান গোল্ডকাপ টুর্নামেন্ট দিয়ে শুরু করেছি।

বাংলাদেশের প্রথম আমরাই ৮১টি ইউনিয়ন নিয়ে এই টুর্নামেন্ট শুরু করেছি। এই টুর্নামেন্ট যে দল চ্যাম্পিয়ন হবে সেই দল ৫ লক্ষ টাকা পাবে এবং যে দল রানার আপ হবে সেই দল ৩ লক্ষ টাকা পাবে।

খেলায় গট্টি ইউনিয়ন একাদশ ০২-০০ গোলে জয়লাভ করে রামকান্তপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করে।

স/এষ্