ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি ফায়েজুর রহমান পিপিএম
আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ফরিদপুর জেলার সালথা থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান পিপিএম।
সোমবার (১১ মার্চ) ফরিদপুর জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মামলার রহস্য উদঘাটন সহ সার্বিক বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক নির্ধারিত অভিন্ন মানদন্ডে তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়।
পরে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোর্শেদ আলম পিপিএম তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহানশাহ, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিলসহ পুলিশের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, তার কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এ অনন্য স্বীকৃতি তার কাজের প্রতি আরো দায়বদ্ধতা ও জবাবদিহিতা বৃদ্ধি করবে।
তার এ সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।