নেত্রকোনা সদর উপজেলাবাসী চেয়ারম্যান হিসাবে চান হীরাকে
পিয়াস আহমদ : নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে নেত্রকোনা সদর উপজেলার চেয়ারম্যান পদে গণসংযোগ করছেন সম্ভাব্য প্রার্থীরা। আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকলেও জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি এবং বর্তমান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল আলম ফারাস হীরাকেই চেয়ারম্যান হিসাবে চান উপজেলাবাসী।
আধুনিক উপজেলা গড়তে সাবেক তুখোড় ওই ছাত্রনেতাকে সাধারণ মানুষ বেঁচে নিয়েছেন মূলত মুজিবাদর্শ, সদালাপী আচরণ এবং বিপদে মানুষের পার্শ্বে থাকার কারণেই। স্থানীয় আওয়ামী লীগ এবং সাধারণ মানুষ জানিয়েছেন, এবার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হীরার বিকল্প কাউকে দেখছেন না। এর বড় কারণ-হীরা আশির দশকের শেষের দিকে ছাত্রলীগের রাজনীতি শুরু করেন। ১৯৮৯-১৯৯৫ সাল পর্যন্ত জেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য, ১৯৯৫-২০০৩ সাল পর্যন্ত অন্যতম সহসভাপতি এবং ২০০৩-২০১০ সাল পর্যন্ত সফল সভাপতির দায়িত্ব পালন করছেন হীরা। ছাত্র রাজনীতি করতে গিয়ে একাধিকবার কারাবরণ করেছেন তিঁনি। এরপরে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং বর্তমান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে বেশ সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৯, ২০১৪, ২০১৯ ও সর্বশেষ জানুয়ারি ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। তিঁনি একজন বলিষ্ঠ বক্তা এবং সাধারণ মানুষের সাথে খুব সহজেই মিশতে পারেন। একদম সহজ-সরল জীবন-যাপন তাঁর। আওয়ামী লীগ টানা ৪বার ক্ষমতায়! এরপরেও ওই নেতার নেই অজস্র অর্থ-সম্পদ! নেই কোন নিজস্ব গাড়ি বা বাড়ি। আছে শুধু সাধারণ মানুষের হৃদয়ের ভালোবাসা। আর ওই সাধারণ মানুষের ভালোবাসাই তাঁর একমাত্র সম্বল।
মজিবুল আলম হীরার পুরো জেলা জুড়েই যেমন রয়েছে সাংগঠনিক দক্ষতা এরচেয়ে বেশি রয়েছে জনশ্রুতি। দীর্ঘ আওয়ামী রাজনীতির বর্ণাঢ্য ক্যারিয়ারে এখনও দূর্নীতির ছোঁয়া লাগতে দেননি ক্লিন ইমেজের ওই ছাত্রনেতা। ৩ যুগেরও বেশি সময় আওয়ামী রাজনীতিতে ব্যাপক অবদান থাকলেও অতীতে জনপ্রতিনিধিত্ব করার সৌভাগ্য হয়নি তাঁর। শহরের প্রাণকেন্দ্রে দক্ষিণ নাগড়া (ডিসি অফিসের বিপরীতে) তাঁর চেম্বারে গিয়ে মূল্যায়ন পান নাই এমন মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর।
ছাত্র রাজনীতি করা হাজারো বলিষ্ঠ নেতা-কর্মী, সমর্থকরা তাঁর হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ প্যানা ও লিফলেটের মাধ্যমে সদর উপজেলাবাসীকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছেন। প্রতিদিনই বাজার-ঘাট, মসজিদ-মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠান-অনুষ্ঠান, বাসা-বাড়িতে গিয়ে প্রায় সহস্রাধিক ভোটারের নিকট দোয়া ও সহযোগিতা চাচ্ছেন এবং আধুনিক উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করে অতীতের মতোই মানুষের পার্শ্বে থাকবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন মজিবুল আলম হীরা। এসব সার্বিক বিবেচনায় অন্য প্রার্থীদের চেয়ে এগিয়ে আছেন হীরা।
আওয়ামী লীগ থেকে আরও ৪-৫ জন সম্ভাব্য প্রার্থী চেয়ারম্যান পদে প্রচার-প্রচারণা চালালেও বিএনপি থেকে এখন পর্যন্ত কারোরই নাম শোনা যাচ্ছে না। ইসির সূত্রমতে আগামী ১১ মে নেত্রকোনা সদর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
স/বি